বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গাড়ী চাপায় জাহাঙ্গীর (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে জালকুড়ি এলাকায় প্রাইম ফিলিং ষ্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যায়।

দুর্ঘটনায় নিহত যুবক ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুরে ইটালী বাড়ীতে থাকতো। সে পাবনা জেলার সুজানগর থানাধীন বিচবালা গ্রামের আলমগীরের ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, অজ্ঞাত কোন গাড়ির চাপায় জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।