শহীদ মিনারে ধূমপান করায় শিক্ষার্থীদের হাতে হাতকড়া!
নিজস্ব প্রতিনিধি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে ধূমপান করায় ৬ জনকে ১৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে চারজন ছিল সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে পুলিশ দেখে পালিয়ে যেতে চাইলে দুই শিক্ষার্থীর হাতে হাতকড়া পড়িয়ে জরিমানা আদায় করা হয়।
রবিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. রহিমা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. তাসলিমুন নেছার নেতৃত্বে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. তাসলিমুন নেছা বলেন, ‘পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ৬ জনকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৪ জন কলেজ ড্রেস পরিহিত শিক্ষার্থী ছিল। আর দুই জন বাইরের ছিল।’
হাতকড়া পড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘শহীদ মিনারে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে সিগারেট হাতে তাদের ধরার পর তারা পালিয়ে যেতে চেয়েছিল। তাই তাদের হাতে হাতকড়া পড়িয়ে রাখা হয়েছিল। এছাড়া তাদের কাছে জরিমানার টাকাও ছিল না। পরবর্তীতে ঘটনাস্থল থেকেই ফোন করে টাকা এনে জরিমানা দেয়ার পর তাদের হাতের হাতকড়া খুলে দেয়া হয়। ভবিষ্যতে পাবলিক প্লেসে সিগারেট না খাবারও পরামর্শ দেয়া হয়।’
এছাড়া ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার, নিয়ন্ত্রণ ও সংশোধন আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করায় ৪ সিগারেট বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
