না’গঞ্জকে হকার ও যানজটমুক্ত রাখতে আমরা আন্তরিক: ডিসি
নিজস্ব প্রতিনিধি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার
নতুন সরকারের শুরু এখন। আমরা চাইবো নারায়ণগঞ্জকে পূর্বের চেয়ে আরো সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার কাজে নিয়োজিত থাকতে। বিগত আড়াই বছরে নারায়ণগঞ্জে সবচে বড় এবং আলোচিত যে ঘটনা ঘটেছে তা হকার ইস্যু নিয়ে। আমরা চাইবো আমাদের সকল জনপ্রতিনিধি এবং কর্মকর্তারা মিলে নারায়ণগঞ্জকে হকার এবং যানজট মুক্ত রাখার জন্যে কাজ করতে। কিভাবে নারায়ণগঞ্জের হকার সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করবো। নারায়ণগঞ্জকে হকার ও যানজটমুক্ত রাখতে আমরা আন্তরিকতার সাথে এগোতে চাই। নারায়ণগঞ্জের সকল জনপ্রতিনিধি এমপি, মন্ত্রীদের নিয়ে বসে এ বিষয়ে আলোচনা করে, কিভাবে একটা শান্তিপূর্ণ সমাধানে আসতে পারা যায় তা নিয়ে আমি ব্যক্তিগত ভাবে কাজ করবো।
রবিবার (১৩ জানুয়ারি) বেলা ১২টায় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া।
সভায় নির্বাচন পরবর্তী নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বানিজ্য, প্রশ্নফাঁসের মত ঘটনা রূখতে জেলার শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেন।
জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা, সিভিল সার্জন ডা: মোহাম্মদ এহসানুল হক, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল লতিফ খান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম সহ জেলার বিভিন্ন ক্ষেত্রের সরকারি কর্মকর্তাগণ।
উল্লেখ্য নতুন সরকার ও নতুন বছরের জেলা আইন শৃঙ্খলা কমিটির প্রথম মাসিক সভায় নব নির্বাচিত কোন সংসদ সদস্য উপস্থিত ছিলেন না।
