বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

নারায়ণগঞ্জ শহর শিবিরের সভাপতিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার

সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ শহর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাঈদ সরোয়ারসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকা থেকে শিবিরের সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে গোলাম রব্বানী (৭০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গোলাম রব্বানী জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। 

গোলাম রব্বানীর পরিবারের দাবি, তিনি এলাকায় জমির ব্যবসা (দালালি) করেন। এ নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে রিবোধ ছিল। গোলাম রব্বানী কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে থানায় কোনো আগের মামলাও নেই।

নারায়ণগঞ্জ শহর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাঈদ সরোয়ারের পিতার নাম মো. ওবায়েদ আলী। তার বাড়ি জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকায় বলে পুলিশ জানায়। সে একাধিক নাশকতার মামলার আসামি হওয়ায় সিদ্ধিরগঞ্জে এসে আত্মগোপনে ছিল বলে পুলিশ জানায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন শাহ পারভেজ গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গোলাম রব্বানী জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তাকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।’