আজকাল সম্পাদকের জন্মদিন পালিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৩৭ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার
নিউইয়র্কের প্রতিষ্ঠিত ব্যবসয়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক ও শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও শাহ নেওয়াজের জন্মদিন পালিত হলো। সহকর্মীরা এই উৎসবে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচন্ড শীত উপেক্ষা করে জ্যাকসন হাইটসের অফিসে ফুল, মিষ্টি ও নানা উপহার সামগ্রী নিয়ে হাজির হন। তারা শাহ নেওয়াজের হাতে একে একে ফুলের তোড়া তুলে দিয়ে শুভ কামনা জানান। এ সময় শাহ নেওয়াজের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকর্মীদের আনন্দ উল্লাসের মধ্যে কেক কাটার পর কমিউনিটির সবার উন্নতি ও মঙ্গল কামনা করেন শাহ নেওয়াজ । তিনি তার প্রতিষ্ঠানগুলোর অগ্রযাত্রা জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “ আমরা সবাই মিলে-মিশে চললে নিজের, পরিবারের এবং কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখা সহজ হবে। এ সময় তার সহধর্মিণী আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ তাদের পরিবারের সবার জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি শাহ নেওয়াজ গ্রুপের সবাইকে তাদের পরিবারের সদস্য বলে উল্লেখ করেন ।
