শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬   মাঘ ১৭ ১৪৩২   ১২ শা'বান ১৪৪৭

যুক্তরাষ্ট্রজুড়ে ‘আইস আউট’ ধর্মঘট ৩০-৩১ জানুয়ারি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:২৬ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার

 

 
‘আইস’ কর্তৃক অভিবাসন বিরোধি ব্যাপক ধরপাকড়, বাসা বাড়ি, হাসপাতাল, স্কুলে অভিযান, নাগরিকদের গুলি করে হত্যার প্রতিবাদে সারা যুক্তরাষ্ট্রজুড়ে ৩০-৩১ জানুয়ারি ২০২৬ ‘আইস আউট’ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই দুদিন শহরে শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তৃণমূল আয়োজকরা বছরের শুরুতে আইস সম্পর্কিত কমপক্ষে আটজনের মৃত্যুর পরে, আইস, কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন (সিবিপি) স্থায়ীভাবে অপসারণের দাবি করছে।
শুক্রবারের প্রথম পদক্ষেপের জন্য, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ছাত্র গোষ্ঠীর নেতৃত্বে আয়োজকরা একটি ‘জাতীয় বন্ধ’-এর আহ্বান জানিয়েছে। যার অর্থ হচ্ছে ‘কোনও কাজ নেই। স্কুল নেই। কেনাকাটা নেই। আইস-এর অর্থায়ন বন্ধ করুন।’  আয়োজকরা বলছেন, ‘ব্ল্যাকআউট’ দিবস, যা অনেকে অনলাইনে ‘সাধারণ ধর্মঘট’ হিসাবে উল্লেখ করছেন, ‘অর্থনীতি বন্ধ করার’ একটি প্রচেষ্টা।
মিনিয়াপোলিসে গুড এবং প্রেটির আইসিই হত্যাকাণ্ড নিয়ে ক্রমবর্ধমান জাতীয় ক্ষোভের মধ্যে শনিবারের বিক্ষোভ ঘোষণা হলো। জরিপে দেখা গেছে যে, এই মাসের শুরু থেকে আইস-এর বিরোধিতা বৃদ্ধি পেয়েছে, যেখানে আইস বিলুপ্তির বিরোধিতা করার চেয়ে বেশি আমেরিকান সমর্থন করছে।
‘আমরা মানুষের ক্ষোভের জবাব দিচ্ছি। আমরা ওভারটন উইন্ডো পরিবর্তন হতে দেখেছি। আমরা দেখছি যে সাধারণত অরাজনৈতিক বর্ণালীর লোকেরা এই কথোপকথনে জড়িত হয় এবং বলে এটি আমেরিকার মতো মনে হয় না।’