শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬   মাঘ ১৭ ১৪৩২   ১২ শা'বান ১৪৪৭

নিউইয়র্কে গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়লো

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:১৪ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার


 
 
তীব্র্র বিরোধিতা উপেক্ষা করে নিউইয়র্ক স্টেটের পাবলিক সার্ভিস কমিশন ২২ জানুয়ারি কন এডিসনের গ্যাস ও বিদ্যুতের রেট বৃদ্ধির অনুমোদন দিয়েছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে শীতের মৌসুমে এই সিদ্ধান্ত স্বল্প আয়ের মানুষের জন্য বড় চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী, বিদ্যুতের দাম টানা তিন বছর বাড়বেÑ২০২৬ সালে ৩.৫%, ২০২৭ সালে ৩.২% এবং ২০২৮ সালে ৩.১%। গ্যাসের দাম বাড়বে ২০২৬ সালে ৪.৪%, ২০২৭ সালে ৫.৭% এবং ২০২৮ সালে ৫.৬%। চলতি বছরের মূল্যবৃদ্ধি ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, যার প্রতিফলন পরবর্তী বিলগুলোতে দেখা যাবে।

এক বছর ধরে এই মূল্যবৃদ্ধি নিয়ে দরকষাকষি চলেছে। চলতি মাসের শুরুতে নিউইয়র্ক সিটি ও স্টেটের প্রায় ৭০ জন নির্বাচিত প্রতিনিধি পাবলিক সার্ভিস কমিশনকে চিঠি দিয়ে রেট বৃদ্ধি না করার অনুরোধ জানান। কন এডিসন জানায়, তাদের প্রাথমিক প্রস্তাবের তুলনায় অনুমোদিত হার অনেক কম এবং তা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উল্লেখ্য, আগে প্রস্তাবিত ১৯% বিদ্যুৎ ও ১৩% গ্যাস মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ২০ হাজারের বেশি মানুষ প্রতিবাদ জানালে গভর্নর ক্যাথি হকুল সেই প্রস্তাব প্রত্যাখ্যানের নির্দেশ দেন।