বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

ইরানে জুনের চেয়েও ‘ভয়াবহ’ হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:০২ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার

ভেনেজুয়েলার চেয়েও বড় নৌবহর ইরানের পাশে সাজিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৮ জানুয়ারি) সুসজ্জিত আরেকটি নৌবহর সেখানে পাঠিয়েছেন। এরমাঝেই মধ্যপ্রাচ্যের দেশটির প্রতি কড়া হুঁশিয়ারি ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ‘চুক্তি করো, নয়তো ভয়াবহ কিছু ঘটবে!’

ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে কোনো চুক্তিতে না আসে, তাহলে জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যে হামলার নির্দেশ তিনি দিয়েছিলেন—তার চেয়েও ‘অনেক ভয়াবহ’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, ‘একটি বিশাল আর্মাডা ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এটি দ্রুত এগোচ্ছে, প্রবল শক্তি, উদ্দীপনা ও উদ্দেশ্য নিয়ে। ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও বড় এই নৌবহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। ভেনেজুয়েলার মতোই এটি প্রয়োজনে দ্রুত, সহিংসতার সঙ্গে নিজের মিশন সম্পন্ন করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।’

ট্রাম্প চান ইরান অতিসত্বর আলোচনার টেবিলে আসুক এবং একটি সাম্যতার চুক্তি করুক। মার্কিন প্রেসিডেন্টের মতে, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বিষয়টি সত্যিই অত্যন্ত জরুরি!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি আগেও ইরানকে বলেছিলাম—চুক্তি করো! তারা করেনি, আর তখনই হয়েছিল ‘অপারেশন মিডনাইট হ্যামার’, যার মাধ্যমে ইরানে ব্যাপক ধ্বংস হয়। পরবর্তী হামলা হবে তার চেয়েও অনেক ভয়াবহ! এমন কিছু আবার ঘটতে দিও না। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!’

সিবিএস নিউজকে একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করে জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে। এই অঞ্চলের মধ্যে মধ্যপ্রাচ্য ও ইরানের আশপাশের জলসীমা অন্তর্ভুক্ত। তবে এটি এখনো তাদের নির্ধারিত চূড়ান্ত মোতায়েনস্থলে পৌঁছেছে কি না, তা নিশ্চিত নয়।