মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

ইরানে হামলার প্রস্তুতি

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি মোতায়েন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:১৭ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। রোববার (২৫ জানুয়ারি) ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ইরানের ওপর হামলা চালাতেই দেশটির কাছাকাছি এ রণতরি মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আরও এফ-১৫ স্ট্রাইক ইগল জর্ডানে এবং বি-৫২ বোমারু বিমান কাতারে মোতায়েন করেছে। এছাড়া একাধিক গাইডেড-মিসাইল ধ্বংসকারী জাহাজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১৩ জানিয়েছে, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ও অন্যান্য সামরিক যানবাহনের অবস্থান রক্ষণাত্মক শক্তি বৃদ্ধির প্রচেষ্টার অংশ। প্রতিবেদনে বলা হয়েছে, থাড এয়ার ডিফেন্স ব্যাটারি শিগ্‌গিরই মোতায়েন করা হতে পারে।

ইসরায়েলের উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তারা জানিয়েছে, আগামী সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

স্ট্রাইক গ্রুপটি ১৯ জানুয়ারি স্ট্রেইট অব মালাক্কা অতিক্রম করে বে অব বেঙ্গল-এ প্রবেশ করে। পরে এটি ট্রান্সপন্ডার বন্ধ করে অন্ধকার মোডে চলতে শুরু কর।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের দিকে একটি আর্মাডা পাঠাচ্ছেন। এছাড়া তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু না করে।

ট্রাম্প বলেছেন, আমরা অনেক জাহাজ পাঠাচ্ছি, এবং পরিস্থিতি খারাপ হলে ব্যবহার করতে পারি।

মুদ্রার অবমূল্যায়নকে কেন্দ্র করে ইরানের গ্রান্ড বাজার এলাকায় শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। সাম্প্রতিক এ বিক্ষোভে কমপক্ষে ৩ হাজার বিক্ষোভকারী নিহত এবং অন্তত ১৫ হাজার মানুষ আহত হয়েছে। বিক্ষোভ দমনে দাঙ্গাকারীদের ফাঁসি দেওয়ার ঘোষণা দেয় ইরান। তবে, ট্রাম্পের হুঁশিয়ারির পরে ইরান প্রায় ৮৪০ জনের মৃত্যুদণ্ড বাতিল করেছে।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন
Jagonews24 Google News Channel

সূত্র: মিডল ইস্ট আই