সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

মিনিয়াপলিসে গুলির ঘটনায় ফেডারেল এজেন্টরা জড়িত : মিনেসোটা গভর্নর

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৩৩ এএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ শনিবার জানিয়েছেন, মিনিয়াপলিসে একটি মারাত্মক গুলির ঘটনায় ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তারা জড়িত ছিলেন। এই ঘটনায় একজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

গভর্নর ওয়ালজ এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা নিশ্চিত করতে পেরেছি যে, এই অভিযানে ফেডারেল এজেন্টরা অংশ নিয়েছিলেন। এটি একটি যৌথ অভিযান ছিল।” তিনি আরও বলেন, এই ঘটনা “অত্যন্ত দুঃখজনক” এবং তদন্ত চলছে।

মিনিয়াপলিস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান ও’হারা জানিয়েছেন, শনিবার সকালে শহরের উত্তরাংশে একটি বাড়িতে ওয়ারেন্ট তামিল করতে গিয়ে গোলাগুলির এই ঘটনা ঘটে। এতে একজন ব্যক্তি নিহত হন এবং দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন আহত হন।

এফবিআই-এর মিনিয়াপলিস শাখা এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তাদের স্পেশাল এজেন্টরা এই অভিযানে অংশ নিয়েছিলেন এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়, “এফবিআই এই মুহূর্তে গুলি চালানোর ঘটনা তদন্ত করছে। এটি আমাদের স্ট্যান্ডার্ড প্রোটোকল।”

গভর্নর ওয়ালজ বলেন, তিনি প্রেসিডেন্টের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানিয়েছেন এবং ফেডারেল সরকারের কাছে এই ধরনের অভিযানের আগে রাজ্য সরকারকে আগাম জানানোর নির্দেশনা দাবি করেছেন।

এই ঘটনার পর মিনিয়াপলিসের উত্তরাংশে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সন্ধ্যায় শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন বিক্ষোভকারী আটক হয়েছেন। এই ঘটনাটি ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যার পর থেকে মিনিয়াপলিসে পুলিশি সহিংসতা নিয়ে যে উত্তেজনা রয়েছে, তাকে আরও বাড়িয়ে দিয়েছে।

 

সূত্র : রয়টার্স