ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বাবা হতে চলেছেন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন। তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। এক্সে দেয়া এক পোস্টে সেকেন্ড লেডি ঊষা জানান, আগামী জুলাইয়ের শেষ দিকে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিতে যাচ্ছেন। মঙ্গলবার সেকেন্ড লেডির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেয়া বিবৃতিতে বলা হয়, ঊষা এবং গর্ভের শিশুটি দু’জনেই ভালো আছেন। জেডি ভ্যান্স ও তার স্ত্রী ঊষা ভ্যান্সের (৪০) বর্তমানে তিনটি সন্তান রয়েছে। তারা হলো ইওয়ান, বিবেক ও মিরাবেল।
ঊষা ভ্যান্স ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর শ্রমজীবী অধ্যুষিত উপশহরে জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন। তার বাবা একজন যান্ত্রিক প্রকৌশলী এবং মা একজন মলিকিউলার বায়োলজিস্ট, যিনি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। ২০১০ সালে ইয়েল ল স্কুলে পড়াশোনার সময় ঊষা ভ্যান্সের সঙ্গে জেডি ভ্যান্সের পরিচয় হয়। সে সময় তারা ‘শ্বেতাঙ্গ আমেরিকায় সামাজিক অবক্ষয়’ বিষয়ক একটি আলোচনা গ্রুপে একসঙ্গে যুক্ত হয়েছিলেন। সেকেন্ড লেডি হওয়ার আগে ঊষা ভ্যান্স একজন আইনজীবী হিসেবে পেশাগত জীবন গড়ে তুলেছিলেন। তিনি সান ফ্রান্সিসকোভিত্তিক আইন ফার্ম মাঙ্গার, টোলস অ্যান্ড অলসন-এ করপোরেট লিটিগেটর হিসেবে কাজ করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের জন্য এবং আপিল আদালতের বিচারপতি ব্রেট কাভানার জন্য আইন সহকারী হিসেবে কাজ করেছিলেন।
