গাড়ির ইন্স্ুেরন্স ও চুরি কমানোর উদ্যোগ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার
নিউইয়র্কের গভর্নরের স্টেট অব দ্য স্টেট ভাষণে গাড়ির ইন্স্যুরেন্স প্রিমিয়াম কমিয়ে আনার লক্ষ্যে তার গৃহীত উদ্যোগের কথা জানান ক্যাথি হকুল। গত মঙ্গলবার ১৩ জানুয়ারি তিনি স্টেট অব দ্য স্টেট ভাষণ দেন। গাড়ির দুর্ঘটনার সাজানো নাটক করে কার ইন্স্ুেরন্স থেকে মিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার যেসব চক্র নিউইয়র্কে সক্রিয়, তাদের জালিয়াতি নস্যাৎ করারও প্রতিশ্রুতি দেন গভর্নর। তিনি তার ভাষণে নিউইয়র্ক সিটির ইন্স্ুেরন্স ক্রাইসিসের মূলে কুঠারাঘাত করার লক্ষ্যে যে পরিকল্পনার কথা ব্যক্ত করেন তার মধ্যে অন্যতম গাড়ি চুরির বিরুদ্ধে সার্বিক পদক্ষেপ গ্রহণ এবং ইন্স্ুেরন্স দ্রুত বন্ধ করতে ‘মোটর ভেহিকেল থেফট এন্ড ইন্স্ুেরন্স ফ্রড প্রিভেনশন বোর্ড’কে আরো সক্রিয় করা। এর জন্য তিনি ডিপার্টমেন্ট অব ফাইনানশিয়াল সার্ভিসেস, ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকেলস, ডিভিশন অব ক্রিমিনাল জাস্টিস সার্ভিসেস ও নিউইয়র্ক স্টেট পুলিশের সমন্বয় করবেন। তিনি তার ভাষণে উল্লেখ করেন, কেবল ২০২৩ সালেই নিউইয়র্ক স্টেটে ১,৭২৯টি সাজানো দুর্ঘটনা ঘটিয়ে ইন্স্ুেরন্স ক্লেইম করা হয়েছে। এই ধরনের জালিয়াতির ঘটনার জন্য অপরাধ প্রমাণ হলে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা দায়ের করা হবে। তিনি বলেন, নিউইয়র্ক স্টেট এই ধরনের ঘটনায় মেডিকেল অফিসগুলোতেও তদন্ত চালাবে।
নিউইয়র্কের অটো ইন্স্ুেরন্স কমানোর দাবিতে সোচ্চার প্রতিষ্ঠান সিটিজেন্স ফর এ্যাফোর্ডেবল রেটস বা ‘কার’ এর মুখপাত্র হোজে বেয়োনা সময়োচিত সিদ্ধান্ত নেয়ার জন্য গভর্নর ক্যাথি হকুলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিউইয়র্কের গাড়ির চালকরা বর্তমানে গড়ে প্রতিমাসে গাড়ির ইন্স্যুরেন্স বাবদ ৩৩৬ ডলার প্রিমিয়াম পে করেন, যা বছরে দাঁড়ায় ৪,০৩০ ডলার (ফুল কভারেজের জন্য)। এই প্রিমিয়াম আমেরিকার জাতীয়ভিত্তিক প্রিমিয়ামের চেয়ে প্রায় ১,৫০০ ডলার বেশি।
তিনি বলেন, কেবলমাত্র ব্রংকস ও ব্রুকলীনের গাড়ির চালকরা পে করেন বছরে প্রায় ৬,০০০ ডলার। তিনি বলেন, এটা কোনো সংখ্যাতত্ত্ব নয়, এটা নিউইয়র্ক সিটির মানুষদের যন্ত্রণা।
