৩০ বছরের মধ্যে ভয়াবহ তুষারঝড় নিউইয়র্কে!
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:২৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে নিউইয়র্ক অচল হতে পারে এবার। গত ৩০ বছরের মধ্যে এমন তুষার ঝড় নিউইয়র্কবাসি দেখেননি। আগামীকাল শনিবার ও রোববারের এই ঝড়ের তান্ডবে জনজীবন স্তব্ধ হয়ে যাবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। নিউইয়র্ক সিটিতে শনিবার রাতের প্রথম দিকে ১৬ ইঞ্চি তুষারপাতের আশংকা করা হচ্ছে। এবার ঠান্ডা অনুভূত হবে অকল্পনীয়ভাবে। প্রবীণ আবহাওয়াবিদ টম কাইনস বলেছেন, ‘রোববার থেকে রাস্তাগুলি ভয়ঙ্কর হতে চলেছে। এমন কোনও ভ্রমণ নেই যা নিরাপদ থাকবে, এটি একটি বিপর্যয় হতে চলেছে।’ সিটি মেয়র জোহরান মামদানি গতকাল বলেছেন, ‘২ হাজার কর্মী তুষার পরিষ্কারের কাজে ব্যস্ত থাকবে’। আবহাওয়ার এমন অবস্থায় নাগরিকরা গ্রোসারিতে ভিড় করেছেন। অনেক জায়গায় গ্রোসারি খালি হয়ে গেছে। প্রায় তিনদিনের এই তুষার তান্ডবে কেউ সহজে ঘর থেকে বের হতে পাবেন বলে মনে করছেন না। পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে। শনিবার মধ্যরাত থেকে রোববার সকালের মধ্যে তুষারপাত ব্যাপক আকার ধারণ করবে। বিমান চলাচল প্রায় বন্ধ হয়ে যেতে পারে। স্থলপথে ভ্রমণ অসম্ভব না হলেও ধীর গতিতে হবে এবং বিমানবন্দরগুলি বন্ধ করে দেওয়া হবে । সোমবার দুপুরের দিকে এই তুষার তান্ডব থামার পূর্বাভাস দেওয়া হয়েছে। ‘এটি একটি শুষ্ক, ফ্লাফি তুষার হতে চলেছে, যা তাদের জন্য ভাল, যাদের বেলচা চালাতে হবে, তাই এটি একটি উজ্জ্বল জায়গা’।
যদি বিগ অ্যাপল এক ফুট তুষারপাত পায় তবে এটি ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে শহরে সবচেয়ে বেশি চিহ্নিত হবে। যখন দুই দিনের মধ্যে সেন্ট্রাল পার্কে ১৬.৮ ইঞ্চি পড়েছিল। ৩ জন আবহাওয়াবিদ আভাস দিয়ে বলেছেন, যে হাডসন উপত্যকা, প্রায় সমস্ত নিউজার্সি এবং কানেকটিকাটসহ পুরো অঞ্চল জুড়ে ৮ থেকে ১৬ ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস রয়েছে। ঝড়টি উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং ৪ থেকে ৮ ইঞ্চি তুষারপাতের সাথে শহরটিকে ঢেকে দিতে পারে। সতর্কবার্তা সত্ত্বেও, মেয়র জোহরান মামদানি বলেন, শহরটি কতটা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হবে তা নিয়ে জুরি এখনও সিদ্ধান্ত নেয়নি।
‘আমরা আশা করছি শনিবারের শেষের দিকে বা রোববারের প্রথম দিকে বৃষ্টিপাত শুরু হবে এবং সম্ভবত সোমবার পর্যন্ত চলবে। পূর্বাভাসে ৩ থেকে ১২ ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে’ , গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন মামদানি।
তিনি বলেন, ‘এটা সম্পূর্ণভাবে সম্ভব যে আমরা তিন ইঞ্চিরও কম পেতে পারিএবং এটা ঠিক যতটা সম্ভব যে আমরা এক ফুট অতিক্রম করতে পারি।’ নিউ ইয়র্কাররা জানেন যে পূর্বাভাস সবসময় সঠিক হয় না।’ মেয়র আরও যোগ করেছেন যে প্রায় ২,০০০ স্যানিটেশন কর্মী চব্বিশ ঘন্টা তুষার অপসারণ করতে শনিবার ১২ ঘন্টা শিফটে কাজ করবেন।
হাডসন ভ্যালি নিউজ অনুসারে, একজন স্থানীয় আবহাওয়া বিশেষজ্ঞ হাডসন উপত্যকায় ২ ফুট পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছেন-যা ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। পূর্বাভাসকারী বেন নোল বলেছেন, প্রায় ৬ ইঞ্চি তুষারপাতের ১০০ শতাংশ সম্ভাবনা রয়েছে, এক ফুটেরও বেশি তুষারপাতের ৮০ শতাংশ আশংকা রয়েছে-এবং এই অঞ্চলে ১৮ ইঞ্চিরও বেশি হওয়ার ২০ শতাংশ আশংকা রয়েছে।
