শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬   মাঘ ১০ ১৪৩২   ০৪ শা'বান ১৪৪৭

পাকিস্তানী পুলিশ তালহা অফিসার যৌন হয়রানীর অভিযোগে সাসপেন্ড

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার


 

 
পাকিস্তানী পুলিশ অফিসার শ্লীলতাহানীর অভিযোগে সাসপেন্ড হলেন। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট একজন মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে সাসপেন্ড করে। মহিলার অভিযোগ, এনওয়াইপিডি পুলিশ অফিসার তালহা জোরপূর্বক তার নিতম্বে চাপ প্রয়োগ করেছেন। মহিলার টেলিফোন নাম্বারও তিনি চেয়েছিলেন। যা যৌন হয়রানীর পর্যায়ে পড়ে। একজন পুলিশ অফিসার আজকালকে বলেন, এ ধরনের অভিযোগ পেলে সুষ্ঠ তদন্তের স্বার্থে অভিযুক্তকে সাসপেন্ড করা হয়। তদন্ত শেষে দোষী প্রমানিত হলে চাকুরী হারাবে। নির্দোষ প্রমানিত হলে সার্ভিসে ব্যাক করবে। মহিলা ১০ বছর সন্তানের অস্বাভাবিক ব্যবহারের জন্য ৯১১ কল করেছিলেন। প্রথম দফায় তালহা ও তার সহকর্মিরা ৯১১ এর রিসপন্সে তার বাসায় যায়। এর ৫ ঘন্টা পরে তালহা একা ঐ মহিলার বাসায় যান ঘটনার ফলো আপ করার জন্য। ঐ মহিলার বাসায় তালহার দ্বিতীয় ভিজিট ছিল। এ ভিজিটের সময় তালহার সাথে অন্য কোন পুলিশ অফিসার ছিল না, দ্বিতীয় দফায় কেন ঐ মহিলার বাসায় গেলেন, এটা কোন ট্র্যাপ কিনা সবকিছু খতিয়ে দেখবে পুলিশ ডিপার্টমেন্ট। 
 তালহা ডিপার্টমেন্টে সুখ্যাতির সাথেই কাজ করছিলেন। একটা পারিবারিক সহিংসতার ঘটনা মোকাবেলায় সাহসিকতার জন্য সম্মানিতও হয়েছিলেন তিনি ৫ বছর আগে। অথচ শ্লীলতাহানীর অভিযোগ তাকে গ্রেফতার ও সাসপেন্ড হতে হলো। ব্রুকলিনে সিক্সটি ওয়ান প্রিসিঙ্কট এলাকার ঘটনা।  তালহাকে গ্রেফতার করা হয় গত শুক্রবার ১৬ জানুয়ারি। মুচলেকায় তাকে আবার মুক্তি দেয়া হয়েছে। চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি। ২১ জানুয়ারি এবিসি৭ ও ডেইলি নিউজ সহ মূলধারার মিডিয়াগুলো এ ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে।
 নাইন ওয়ান ওয়ানে পারিবারিক সহিংসতার শিকার এক নারীর কলের সূত্র ধরে তালহা আহমেদ দল নিয়ে ঘটনাস্থলে যান। আদালতে নারীর অভিযোগ, দ্বিতীয় দফা ভিজিটে বিবাদী তার নিতম্ব চেপে করেন। 
২৮ বছর বয়সী তালহার বিরুদ্ধে জোরপূর্বক স্পর্শ, যৌন অসদাচরণ, যৌন নির্যাতন এবং হয়রানির অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার সার্জেন্টের আইনজীবী পিটার ব্রিল সংবাদমাধ্যমে বলেন, 'এটা খুবই দুঃখজনক পরিস্থিতি যখন আপনি কাউকে সাহায্য করার জন্য বাইরে যান এবং শেষ পর্যন্ত আপনার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে'। 
২০১৯ সালের জুলাই মাসে এনওয়াইপিডিতে যোগ দেন তালহা। ২০২১ সালেই ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামসের 'হিরোস অফ দ্য মান্থ' হয়েছিলেন তিনি। 
৪ জানুয়ারী ২০২১ তারিখে ক্রাউন হাইটসে একটি পারিবারিক বিরোধের ঘটনা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছিলেন তিনি। এক বাসার রান্নাঘরে একব্যক্তি ১৩ ইঞ্চি একটি ছুরি নিয়ে উন্মত্ত আচরণ করছিলেন। লোকটি অন্য একজন পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করলেও সেটি তার আঘাতনিরোধী জ্যাকেটের কারণে বড়ো দুর্ঘটনার কারণ হয়নি। আহত অবস্থায় বেঁচে যান ওই অফিসার। তালহা সেসময় উন্মত্ত ব্যক্তিটিকে থামাতে গুলি চালান। এবং তাকে নিবৃত করার মাধ্যমে গ্রেফতার করেন।