শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬   মাঘ ১০ ১৪৩২   ০৪ শা'বান ১৪৪৭

যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

বেপড়োয়া ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার


 
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরোধিতায় যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার ২০ জানুয়ারি দেশটির বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইমিগ্রেশন, পররাষ্ট্র ও অর্থনীতির বিবেচনায় ট্রাম্পের জনপ্রিয়তা বা এপ্রুভাল রেটিং কমতে শুরু করেছে। গত ১ মাসে যুক্তরাষ্ট্রের সবকটি জরিপে তা ফুটে ।ুঠেছে। ম্যারিস্ট কলেজ জরিপে তার এপ্রুভাল শতকরা ৮ ভাগ। ডিসএপ্রুভাল ৫৬ ভাগ। কুইনিপ্যাক ইউনিভারসিটির জরিপে তাকে সর্মথন দিয়েছে শতকরা ৪০ ভাগ। অপন্দের ভার শতকরা ৫৪ ভাগ। অতীতে জর্জ বুশ ও বারাক ওবামার দ্বিতীয় মেয়াদ কালে এই সময়ে যে জনপ্রিয়তা ছিল ট্রাম্পের তা থেকে ৫ পয়েন্ট নীচে। বিশ্ব সম্প্রদায় তার এক গুঁয়েমী নীতির কারনে ফুঁসে উঠছে। বন্ধুহীন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। ইমিগ্রেশন ইস্যুতে দেশটিতে বিভাজন তৈরি করা হয়েছে। জন্মসূত্রে আমেরিকানরাও আতংকিত। ইমিগ্রান্টরা আতংকের মধ্যে বসবাস করছেন। অনেকে এখন ঘর থেকে বের হতেও শংকিত হন। একটি স্বাধীন দেশ ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন। বাহুবলে দখল করে নিয়েছেন দেশটি। গ্রীণল্যান্ড দখলের ঘোষণা দিয়েছেন। 

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বর্ষপূর্তির দিনে তার অভিবাসন দমননীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের এক মার্কিন নাগরিক নারীকে গাড়ি থেকে টেনে নামানো এবং ৩৭ বছর বয়সী রেনে গুডকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

অনলাইন ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওয়াশিংটনসহ নর্থ ক্যারোলিনার অ্যাশভিলের মতো ছোট শহরগুলোতেও শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা শহরের প্রধান প্রধান শহরগুলো প্রদক্ষিণ করেন এবং ‘নো আইসিই, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দেন।

ট্রাম্প প্রশাসন বলেছে, দেশটিতে অবৈধভাবে বসবাসরত লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের বিষয়ে ভোটারদের কাছ থেকে তারা ম্যান্ডেট পেয়েছে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ও অন্যান্য ফেডারেল সংস্থার কর্মকর্তাদের শক্তি প্রয়োগের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিন নাগরিক।

ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নো হেইট, নো ফিয়ার, রিফিউজিস আর ওয়েলকাম হিয়ার’ স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে নিউ মেক্সিকোর সান্তা ফেতে হাই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে রাজ্য ক্যাপিটলে আয়োজিত ‘স্টপ আইসিই টেরর’ সমাবেশে যোগ দেয়।

ইন্ডিভিজিবল ও ৫০৫০১-এর মতো দেশটির বামপন্থী বিভিন্ন সংগঠনের পাশাপাশি শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল সংগঠন এসব কর্মসূচির আয়োজন করেছে। এসব সংগঠন অভিবাসী আটক কেন্দ্রগুলোর বিরোধিতা করছে।

টেক্সাসের এল পাসোর একটি কেন্দ্রে গত ছয় সপ্তাহে আটককৃত তিন অভিবাসীর প্রাণহানির ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিবাসন নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ দেশটির পশ্চিমাঞ্চলের সান ফ্রান্সিসকো ও সিয়াটলের মতো শহরে ছড়িয়ে পড়েছে।