বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬   মাঘ ৯ ১৪৩২   ০৩ শা'বান ১৪৪৭

অভিবাসন ইস্যুতে মানবিক হওয়ার আহ্বান মামদানির

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:১৮ এএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

 

যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অভিযানের কড়া সমালোচনা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। এ ক্ষেত্রে অভিবাসন ইস্যুতে সরকারকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত ১ জানুয়ারি মেয়রের দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহের অভিজ্ঞতা নিয়ে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি এ আহ্বান জানান। গতকাল বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ হয়। 

অনুষ্ঠানের সহসঞ্চালক অ্যালিসা ফারাহ গ্রিফিন মামদানিকে আইসিই বিলুপ্ত করার দাবি সম্পর্কে প্রশ্ন করেন। সম্প্রতি মিনেসোটার মতো জায়গায় আইসিই কর্মকর্তাদের হাতে ৩৭ বছর বয়সী রেনি গুড নামে এক নারী নিহত হন। এর পরই কিছু ডেমোক্র্যাট নেতার মধ্যে এই সংস্থাটি বিলুপ্ত করার দাবি জোরালো হয়েছে।

মামদানি বলেন, আমি আইসিই বিলুপ্ত করার পক্ষে। আমরা এমন একটি সংস্থা দেখছি, যাদের নিজেদের অস্তিত্বের ঘোষিত লক্ষ্য পূরণে কোনো আগ্রহ নেই। আমরা এমন একটি সরকারি সংস্থা দেখছি, যাদের কাজ অভিবাসন আইন প্রয়োগ করা। কিন্তু তার বদলে তারা মানুষের মনে ত্রাস সৃষ্টি করছে।