শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬   মাঘ ৩ ১৪৩২   ২৮ রজব ১৪৪৭

নিউইয়র্ক ডেমোক্রেটিক ক্লাবের বার্ষিক ডিনার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৩১ এএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার


 
 
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের সংগঠন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের বার্ষিক ডিনার এবং মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের উডসাইডে গুলশান টেরেসে গত ১১ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যুক্তরাষ্ট্র কংগ্রেস মেম্বার গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর লি রয় কমরি ও জন ল্যু, অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রোহাস, স্টিভেন রাগা ও ক্যাটালিনা ক্রুজ, নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার লিন্ডা লি, সান্ড্রা উং ও শেখর কৃষ্ণান, নিউজার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের ডেপুটি মেয়র ও কাউন্সিল মেম্বার শিপা উদ্দিন, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, মূলধারার রাজনীতিক মাফ মিবাহ উদ্দীন, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ডেমাক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, মূলধারার রাজনীতিক ও ব্যবসায়ী নেতা ফাহাদ সোলায়মান, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ, প্রেস্টন বেকার ও ফামিলা বন্ডি, ডেমোক্রেটিক পার্টির স্টেট কমিটি মেম্বার (নারী) জামিলা উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে মূলধারার জনপ্রতিনিধিরা বাংলাদেশি আমেরিকানদের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়টি তুলে ধরেন। তারা বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রাহোস, আয়েশা সিদ্দিকা নওরিন, দুলাল বেহেদু, মিয়া বাশার, মো. জয়নাল আবেদীন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমিন মেহেদী, মেলিনা শারমিন ও বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন।
এছাড়া স্পেশাল সার্টিফিকেট প্রদান করা হয় মো. আহসান উদ্দিন (এহসান জুয়েল) এবং অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশনকে (আসো)। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আলভান চৌধুরী। এসময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি নুসরাত আলম।
অনুষ্ঠান সফল হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোরশেদ আলম, নতুন সভাপতি আহনাফ আলম, নিউ আমেরিকান ওমেন্স ফোরামের সভাপতি অ্যাডভোকেট রুবাইয়া রহমান ও নির্বাহী উপদেষ্টা অধ্যাপিকা হুসনে আরা, কর্মকর্তা রাব্বি সৈয়দ, আনজাম সিদ্দিকী রাফি, জে মোল্লা সানি, জাপনিত সিং, ইয়ুথ ফোরামের ভাইস প্রেসিডেন্ট মুশরাত শাহীন অনুভা, শাহ ফারুক প্রমুখ।