নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের আত্মপ্রকাশ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:২১ এএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের ম্যধদিয়ে আত্ম্র্রকাশ ঘটলো নিউইয়র্ক সাইবার বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিজ লায়ন্স ক্লাবের। যার স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা শাহ নেওয়াজ। তিনি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান। জনপ্রিয় সাপ্তাহিক আজকালের সম্পাদক। জামাইকা বাংলাদেশি এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। গোল্ডেন এজ হোম কেয়ার ও নিউইয়র্ক ইন্সুরেন্সের প্রেসিডেন্ট। ভাইব্রেন্ট বাংলাদেশি কমিউনিটির প্রানপুরুষ তিনি। তার হাত ধরেই যাত্রা শুরু করলো লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর আরেকটি সংগঠন নিউইয়র্ক সাইবার বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিজ লায়ন্স ক্লাব। গতানুগতিক ধারার নেতৃত্বের বাইরে তিনি এই ক্লাবে স্থান করে দিয়েছেন নতুনদের। এর সাথে সংযোজিত হয়েছে অভিজ্ঞ ও প্রবীন লায়ন নেতৃত্ব। গঠিত হয়েছে নতুন ও পুরাতনের মিশ্রনে আলোকিত একটি এক্সিকিউটিভ কমিটি। যার প্রধান ইয়ং বাংলাদেশি আমেরিকান সাদমান নেওয়াজ। তিনি আর কেউ নন। যুক্তরাষ্ট্রে সফল বাংলাদেশি ব্যবসায়ী ও সিআইপি লায়ন শাহ নেওয়াজের সন্তান। আর সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সজ্জন ও কমিউনটি একটিভিস্ট নিশান রহিম। গত ১০ জানুয়ারি রোববার কুইন্সের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে সাদমান ও নিশানের নেতৃত্বোধীন এই লায়ন্স ক্লাবের কর্মকর্তারা অভিসিক্ত হন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন ট্রেজারার-রাব্বি সৈয়দ,মেম্বার চেয়ার-সাদিয়া নেওয়াজ, লায়ন ট্যামার-আনিকা তাসনিম ও টেইল টুইস্টার সায়েম আহমেদ।
কমিটিতে চার্টার মেম্বার হিসেবে রয়েছেন সামসুন নাহার,আমারবিন আহমেদ,মিরাজুল হক,রোজিনা আকতার, তোফায়েল আহমেদ,মোহাম্মদ এম রহমান,আনজাম সিদ্দিক,মোহাম্মদ শফি,রিপা সিদ্দিক ও কাজি আশিকুর রহমান। ডাইক্টের হিসেবে কমিটিতে রয়েছেন অনিক রাজ, জে আলম নমি, বদরুদ্দোজা সাগর, ফকরুল ইসলাম দেলোয়ার, শাহাবুদ্দিন সাগর, জাহিদ আলম, আতিকুর রহমান, আহসান হাবিব ও ওয়াকিল পাটোয়ারি। এসোসিয়েটরা হচ্ছেন আহসান হাবিব, আতাউর রহমান সেলিম, নুরুল আজিম, মোহাম্মদ আলী, হারুন ভূঁইয়া, মহিউদ্দীন দেওয়ান ও কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আহসান হাবিব ও শারমিন সোনিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল এর সাবেক প্রেসিডেন্ট ডগলাস আলেক্সজান্ডার। বক্তব্য রাখেন লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর২ এর সেকেন্ড ভাইস গর্ভনর লায়ন শাহ নেওয়াজ, ফার্স্ট ভাইস গর্ভনর নীনা স্মিথ, অভিষেক অনুষ্ঠানের আহবায়ক আহসান হাবিব,মেম্বার সেক্রেটারি অনিক রাজ, মূলধারা রাজনীতিক এসেম্বলিওম্যান জেনিফার রাজ কুমার, সেটট সিনেটর জন ল্যু, হায়রাম মুনসরাত, এসেম্বলিম্যান স্টিভেন রাগা,আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, নুরুল আজিম,লুৎফুল হাই কবির,আনোয়ার হোসেন মহিউদ্দীন দেওয়ান,ময়নুজ্জামান চৌধুরী,এম এন মজুমদার,ফকরুল ইসলাম দেলোয়ার,ফকরুল আলম, মোহাম্মদ সাইয়িদ, লায়ন মাসুদ রানা তপন,কেবিনেট ট্রেজারার কাজী হোসেন, লায়ন মশিউর রহমান, লায়ন হাসান জিলানী, লায়ন রুহুল আমিন, লায়ন জাহাঙ্গির সোহরাওয়ার্দী, লায়ন শাহ জে চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব বদরুদ্দোজা সাগর, এএফএম জামান ও ফাহাদ সোলায়মান।
অনুষ্ঠানে লায়ন শাহ নেওয়াজের সিআইপি পদক প্রাপ্তি ও সাইবার বিজনেস ক্লাবের শুভ যাত্রা উপলক্ষে কেক কাটা হয়। মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন রানো নেওয়াজ, অনিক রাজ ও অঙ্কন লাসমিন।
