শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬   মাঘ ৩ ১৪৩২   ২৮ রজব ১৪৪৭

নিউইয়র্কে খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:১৩ এএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার


নিউইয়র্কে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুইন্সের আগ্রা প্যালেসে প্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজের উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম এবং অপসহীন রাজনৈতিক কর্মকান্ড নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। বক্তারা খালেদা জিয়াকে একজন সৎ, নির্ভিক, দেশপ্রেমিক, দূরদর্শী সম্পন্ন রাজনীতক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, তিনি তার কর্মগুণ, মেধা আর যোগ্যতায় গৃহবধু থেকে একটি বৃহৎ দলের নেতা এবং সর্বশেষ দলীয় নেতা থেকে জাতীয় নেতায় পরিণত হয়েছেন। তাঁর তুলনা তিনি নিজেই।
মঞ্চহীন ব্যতিক্রমী এই আয়োজনে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আবুল কালাম আজাদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আবু সাঈদ।
মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী ও কমিউনিটি অ্যাক্টিভিষ্টসহ সর্বস্তরের পেশাজীবীগণ অংশগ্রহণ করেন। সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন  সিনিয়র সাংবাদিক ওয়াজেদ এ খান, মঈনুদ্দিন নাসের, আবু তাহের, রতন তালুকদার, মিজানুর রহমান। এছাড়া অধ্যাপক ড. শওকত আলী, যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদার, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান, সাবেক ছাত্রনেতা আলী ইমাম শিকদার, বাংলাদেশ সোসাইটির কামরুজ্জামান কামরুল, সেকিল এ চৌধুরী, বিএনপি নেতা আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ্জামান ও গোলাম হোসেন, ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, বিএনপি নেতা ড. জাহিদ দেওয়ান শামীম, এবাদ চৌধুরী, মহিলাদল নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, যুবদল নেতা বিলাল চৌধুরী, নাঈম আহমেদ, মনিরুল ইসলাম মনির, আব্দুল মান্নান, জাহাঙ্গীর হোসাইন, নাসিম আহমেদ, আব্দুল কদ্দুসসহ আরো অনেকে।

সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, অধ্যাপক তাজ হাসমী ও কানাডা প্রবাসী ড. মোস্তাফিজুর রহমান। বক্তারা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং জান্নাতের শ্রেষ্ট স্থানে অধিষ্ঠিত করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।