২৬ জানুয়ারি থেকে ট্যাক্স ফাইলিং শুরু
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:১২ এএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফাইলিং শুরু হবে ২৬ জানুয়ারি। এ দিন থেকে করদাতারা তাদের ২০২৫ করবর্ষের ফেডারেল,স্টেট ও সিটির আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। ট্যাক্স ফাইলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল বুধবার ২০২৬।
চলতি কর মৌসুমে কার্যকর হচ্ছে ট্রাম্প প্রশাসনের আলোচিত ‘ওয়ান, বিগ, বিউটিফুল বিলের একাধিক নতুন কর বিধান। এসব বিধানের ফলে করের হার, করছাড় ও কর কর্তনে পরিবর্তন আসতে পারে। যা অনেক করদাতার ক্ষেত্রে করের বোঝা কমাতে এবং রিফান্ড বাড়াতে সহায়ক হতে পারে। আইআরএস এর মধ্যেই এসব নতুন বিধান নিয়ে বিস্তারিত তথ্য ও দিকনির্দেশনা প্রকাশ করেছে। আইআরএস জানিয়েছে, এ বছর ফ্রি ফাইল প্রোগ্রাম আগেভাগেই চালু করা হচ্ছে। যেসব করদাতার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম (এজিআই) ৮৪ হাজার ডলার বা তার কম, তারা ৯ জানুয়ারি থেকে বিনামূল্যে এই প্রোগ্রামের মাধ্যমে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া যারা নিজেরা কর প্রস্তুত করতে চান, তারা ২৬ জানুয়ারি থেকে আইআরএস ফ্রি ফাইল ফিলেবল ফর্মস ব্যবহার করতে পারবেন। এ ফ্রি ফাইল ফিলেবল ফর্মস আয়ের পরিমাণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকবে।
২০২৫ কর বছরে কোনো যোগ্য সন্তান না থাকলে একজন করদাতা সর্বোচ্চ প্রায় ৬৪৯ ডলার পর্যন্ত আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট (ইআইটিসি) পেতে পারেন। একজন যোগ্য সন্তান থাকলে এই পরিমাণ বেড়ে সর্বোচ্চ ৪ হাজার ৩২৮ ডলার, দুইজন সন্তানের ক্ষেত্রে ৭ হাজার ১৫২ ডলার এবং তিন বা ততোধিক যোগ্য সন্তান থাকলে সর্বোচ্চ প্রায় ৮ হাজার ৪৬ ডলার পর্যন্ত কর রিফান্ড পাওয়ার সুযোগ রয়েছে। এ অর্থ কর বিলশূন্য হলেও রিফান্ড হিসাবে পাবেন। এটি একটি গুরুত্বপূর্ণ ফেরতযোগ্য কর ক্রেডিট, যার মাধ্যমে স্বল্প ও মধ্যম আয়ের কর্মজীবী ব্যক্তি ও পরিবার করের দায় কমাতে বা সরাসরি রিফান্ড পেতে পারেন। করদাতার আয়, দাখিলের স্ট্যাটাস এবং যোগ্য সন্তানের সংখ্যার ওপর ভিত্তি করে এই ক্রেডিটের পরিমাণ নির্ধারিত হয়।
আইআরএস জানিয়েছে, যারা আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট দাবি করবেন তাদের রিফান্ড সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে পাওয়া শুরু হতে পারে, কারণ নিরাপত্তা যাচাই ও প্রতারণা প্রতিরোধমূলক অতিরিক্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিশেষজ্ঞদের মতে, আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট নিম্ন আয়ের কর্মজীবী পরিবারগুলোর জন্য বড় ধরনের আর্থিক সহায়তা হিসেবে কাজ করে এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয়, সঞ্চয় ও পরিবারের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
