বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

মার্কিনদের অবিলম্বে ইরান ত্যাগ করতে নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৪ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার

ইরানে ক্রমবর্ধমান বিক্ষোভের জেরে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করতে নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১২ জানুয়ারি) এই নিরাপত্তা সতর্কতা জারি করেছে ওয়াশিংটন।

 

এই বিষয়টি এমন সময়ে সামনে এল, যখন ওয়াশিংটন তেহরানের ওপর বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমনপীড়ন বন্ধের চাপ অব্যাহত রেখেছে এবং এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারের ওপর হামলার হুমকি দিয়েছেন।

 

কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এখনই ইরান ত্যাগ করুন।’

 

খবরে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন।’

 

যেসব মার্কিন নাগরিক ইরান ছাড়তে পারছেন না, তাদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে ‘নিরাপদ স্থানে অবস্থান’ করার, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার এবং আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার।

 

আর্মেনিয়া, তুরস্ক ও তুর্কমেনিস্তানের সীমান্ত ব্যবহার এবং আফগানিস্তান, ইরাক ও পাকিস্তান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।