বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

সহায়তা আসছে, ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৬ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার

 

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের চড়া মূল্য দিতে হবে। বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক আমি বাতিল করেছি।”

 

পোস্টে তিনি ‘মিগা’ (MIGA) শব্দটি ব্যবহার করেন, যা তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানের আদলে ইরানের জন্য প্রয়োগ করা হয়েছে ‘মেক ইরান গ্রেট এগেইন’ । তবে ইরানি কর্মকর্তারা ঠিক কীভাবে ‘চড়া মূল্য’ দেবেন সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছুই জানাননি।

 

এর আগের দিন সোমবার তিনি ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনও দেশের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। একইদিনে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনৈতিক পথ স্থাপনে আগ্রহী। কিন্তু একদিন পর দেওয়া এই পোস্টে সেই উদ্যোগ আপাতত স্থগিত হয়েছে বলেই মনে করা হচ্ছে।

 

এদিকে ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন যে, তারা দেশটির অভ্যন্তরে চলমান আন্দোলনকে উসকে দিচ্ছে এবং এটিকে ‘দাঙ্গা ও সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করছে। সূত্র: আনাদোলু এজেন্সি