রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

রাজবাড়ী ডিস্ট্রিক্ট এসোসিয়েশন’র বর্ষবরণ ও অভিষেক

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৪ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার


 
নিউইয়র্কে বিপুল সংখক রাজবাড়ীবাসীদের উপস্থিতিতে ইংরেজি নববর্ষ  ২০২৬ ও নতুন কমিটি (২০২৬ - ২০২৭) সালের শপথ গ্রহণের মাধ্যমে অভিষেক সম্পন্ন হয়েছে । গত ২ জানুয়ারী শুক্রবার কুইন্সের আগ্রা প্যালেস পার্টি হলে অনুষ্ঠিত হয় উক্ত জমজমাট অনুঠানে নবগঠিত কমিটির সভাপতি সাবেক সচিব, (গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকার ) মুহাম্মদ আবিদুর রহমান, সহ-সভাপতি (বীর মুক্তিযোদ্দা) মোকসেদুল মাওলা দুলাল , উপদেষ্টা মোহাম্মদ মাকসুদুর রহমান দুলাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। রিদওয়ানুল ইসলাম এর কোরান থেকে তেলওয়াত ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ ,এস, এ এর কনভেনার ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম।  তিনি বক্তব্যে বলেন, আল্লাহ আমাকে সামর্থ ও যোগ্যতা দান করেন তা হলে শেষ দিন পর্যন্ত রাজবাড়ী'র কল্যাণে কাজ করে যাবো।  সভাপতি বলেন, আমাকে এই বয়সে সভাপতি হিসাবে আপনাদের সেবা করার জন্য যোগ্য মনে করায় প্রবাসী রাজবাড়ী বাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ডাঃ নাফিসুর রহমান এবং শপথে অংশ নেন সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম , সহ-সভাপতি মোকসেদুল মাওলা দুলাল , সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন , সহ-সভাপতি এমদাদুল হক দুলাল , সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম , যুগ্ন -সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (হাফিজ), সহ-সাধারণ সম্পাদক নাঈম খান, অজগর আলী ও মোহাম্মদ বিপ্লব খান , সাংগঠনিক সম্পাদক সবুজ মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম , ক্রীড়া সম্পাদক এমদাদুল হক পাপিন, সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক আহমেদ আতিক , ধর্মীয় সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন , দপ্তর সম্পাদক মোঃ মনজুরুল হক সুইট , মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা বেগম ও রুমা পারভীন , সমাজ কল্যাণ সম্পাদক আরিফ রাকা , প্রধান সমন্বয়কারী মোঃ রন্জুরুল হক শামীম , সমন্বয়কারী সোহানুর রহমান সোহান , জাহিদ শরীফ নাছিম , শহিদুল হক রিপন , মোঃ জিকরুল হক সোহেল  ও মোঃ শফিউল আজম , সদস্যরা হলেন  মোঃ মফিজুল হক , রুহুল আমিন , রিয়াজ উদ্দিন , লিজা হক, আতিকুর রহমান , কে এইচ জাকির হোসেন , আবুল বাশার , আসিফ ইকবাল , মোঃ রাশেদ , মারুফ আহমেদ , আহসান হাবিব আবির , নিশাত হক শিমু , মোঃ সিরাজুল ইসলাম , মোঃ গোলাম মোস্তফা , ও সিরাজুল হক তমাল।  রাজবাড়ীবাসীদের দেশে ও আমেরিকায় বিভিন্য সেবা ও আর্থিক সহযোগিতার জন্য প্রশংসা করে  বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি একটিভিস্ট মোর্শেদ আলাম, অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আব্দুর রাহিম হাওলাদার ও ফখরুল আলম , তরিকুল ইসলাম মিঠু , সোলাইমান আলী , ইসমাইল হোসেন স্বপন, ফারুক ইকবাল, সাদিকুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।  প্রবাসী রাজবাড়ী'র নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের আমেরিকায় ভিবিন্য শ্রেষ্ঠ স্কুল কলেজে অধ্যয়নরত ছাত্র -ছাত্রীদের কৃতিত্বের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী ও সংগঠনের পক্ষ থেকে উপহার ও সম্মান জানানো হয়।  সর্বশেষে অনুষ্ঠিত হয় সংস্কৃতিক অনুষ্ঠান, এতে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীগণ।