বেগম জিয়া স্মরণে নিউইয়র্কে শোক-সমাবেশ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৮ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ৫ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কর্মকর্তাদের উদ্যোগে এক বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির উ্ডসাইডে একটি পার্টি হলে এ মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা গিয়াসউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, তথা যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে বেগম জিয়ার সাথে নানা কর্মকান্ড-দিকনির্দেশনার স্মৃতিচারণ করেন।
সম্রাট বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীরা একজন সত্যিকারের নেতা হারিয়েছেন। এ ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। দোয়া-মোনাজাতের পর অনুষ্ঠিত এই স্মরণ সমাবেশে স্বাগত বক্তব্য দেন মোশারফ হোসেন সবুজ । ফিরোজ আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মঞ্জুর চৌধুরী, কাজী আজম, আকতার হোসেন বাদল, মাহফুজুল মাওলা নান্ন, বাসিত রহমান, এম এ খালেক, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি গোলাম হোসেন, ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডের মেম্বার ও বিএনপি নেতা শাহজাহান শেখ, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনি, মহিলা দলের নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন মঈনউদ্দিন নাসের, আলী ইমাম, খন্দকার ফরহাদ, ড. শওকত আলী প্রমুখ।
