শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৬ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

যুক্তরাষ্ট্রের অভিবাসনবিরোধী অভিযানের সময় গুলি, নারী নিহত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:২২ এএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মিনিয়াপোলিসের পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।

 

অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনার প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই নিহতের এই ঘটনাটি ঘটল। এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ওই নারীর নাম–পরিচয়ও প্রকাশ করা হয়নি। তবে বিবিসির প্রতিবেদনের খবর, ভুক্তভোগী নারীর বয়স ৩৭ বছর। শহরের মেয়র জ্যাকব ফ্রে–এর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, লালচে রংয়ের একটি এসইউভি গাড়ি সড়কে যান চলাচল বন্ধ করে দাঁড়িয়ে ছিল। এরপর আইসিই এজেন্টরা গাড়িটি ঘিরে ফেলেন। তখন গাড়িটি অল্প সময়ের জন্য পেছনের দিকে যায়। পরে সামনে এগোতে শুরু করে। এ সময় আইসিই এজেন্টরা গুলি চালান।

 

ঘটনার পরপর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন ভুক্তভোগী নারীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, ওই নারী এজেন্টদের লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিলেন। এমনকি তিনি তাঁর গাড়িকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করেছিলেন।

 

ট্রিসিয়া এ ঘটনাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েমও একই শব্দ ব্যবহার করেছেন।

 

তবে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এমন দাবি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে বলেন, আইসিইর এজেন্টরা বেপরোয়াভাবে ওই নারীকে গুলি করেছেন। তাঁরা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, মানুষ হত্যা করেছেন।