শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

নবী ও বাবুর নেতৃত্বে ফোবানা (একাংশ) সম্মেলন’২৬ নিউইয়র্কে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫২ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার


 
ড. নুরুন্নবী ও নুরুল আমিন বাবুর নেতৃত্বে একাংশ ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। এ সম্মেলন মূলত আওয়ামী ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অনুসারীদের নিয়ে করা হচ্ছে। জ্যাকসন হাইটসে ১৯ ডিসেম্বর শুক্রবার বেলুন উড়িয়ে জয় বাংলা স্লোগানে ৪০তম ফোবানার কিকঅফ অনুষ্ঠানে এমন ধারনাই দেয়া হয়েছে। উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদেও সভাপতি ড. নুরুন্নবী।

‘চেতনায় একাত্তর- হৃদয়ে বাংলাদেশ’- এই স্লোগানকে উপজীব্য করে নিউইয়র্কে ৪০তম ফোবানার কিকঅফ অনুষ্ঠানের সভাপতি ছিলেন আসন্ন ফোবানা-২০২৬ এর কনভেনর ব্যবসায়ী-রাজনীতিক নুরল আমিন বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিন্তক,একুশে পদকপ্রাপ্ত লেখক, বীর মুক্তিযোদ্ধা ড: নুরুন নবী। শুরুতেই তাঁর জীবনভিত্তিক প্রামান্যচিত্র ‘ আজীবন মুক্তিযোদ্ধা’ প্রদর্শিত হয়। পিনপতন নীরবতার মধ্য দিয়ে হলভর্তি অভিবাসী সমাজ এই ডকুমেন্টারি অবলোকন করেন।

মহান মুক্তিযুদ্ধে একজন সাহসী তরুণের কর্ম পরিকল্পনা ও বাংলাদেশ-ভারতের মাঝে সংযোগ তৈরীর একটি চমৎকার বর্ণনা ফুটে উঠেছে এই তথ্যচিত্রে। প্রধান অতিথি ড: নুরুন নবী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব। বিশ্ব দরবারে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশের মানুষ হিসাবে। আজ আমাদের সেই অস্তিত্বের মূলে আঘাত করা হচ্ছে পরিকল্পিতভাবে। এর বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলার সময়। ফোবানা আমাদের সামনে সেই সুযোগ এনে দিয়েছে। মুক্তিযুদ্ধকে ধারণ করে শুরু হবে আমাদের পথচলা এবং প্রত্যয়।

ড. নবী বলেন, ফোবানা থেকে অবসর নিয়েছিলাম। কিন্তু যখন শুনলাম এবারের ফোবানা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে তখন ঘরে বসে থাকতে পারিনি। বাংলাদেশে বিভন্ন সময়ে রেজিমের পরিবর্তন হয়েছে। কিন্তু কখনো বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়নি। বত্রিশ নম্বরে কেউ হাত দেয়নি। এখন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার হীন চেষ্টা করা হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে। এসব প্রচেষ্টা রুখে দিতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফকির ইলিয়াস, জাকারিয়া চৌধুরী, দেওয়ান মনিরুজ্জামান, ড: দিলীপ নাথ, সুব্রত তালুকদার, বিশিষ্ট রিয়েল্টর মোহাম্মদ আজাদ, আব্দুল হামিদ ও রেজাউল করিম। শেষে সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, রেশমি মীর্জা ও শিমুল খান।