যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা হঠাৎ করেই হ্রাস
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৫ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ভিসা পাচ্ছেন না। অথচ গত ২০২৩ ও ২০২৪ সালে প্রায় ২৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন। লেখাপড়া করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে। কিন্তু ২০২৫ সালের শেষ ৬ মাসে ভিসা প্রাপ্তির সংখ্যা একবারে হাতে গোনা। এর সংখ্যা মাত্র ৩০৫। যুক্তরাজ্যেও বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি ছাত্র ভর্তি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের স্বর্গ ছিল অস্ট্রেলিয়া। স্টুডেন্ট ভিসা প্রাপ্তিতে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ ছিল ২ নম্বরে। কিন্তু হঠাৎ করেই তা বন্ধের উপক্রম। ডিসেম্বরের প্রথম ২ সপ্তাহে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর ভিসা আবেদন নাকচ হয়েছে। সংশ্লিষ্ঠরা ধারণা করছেন, বাংলাদেশের রাজনৈতিক ও আইন শৃংখলার চরম অবনতির কারণেই এমন ঘটনা ঘটছে।
মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালের শরৎকালের মধ্যে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোত নতুন বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ১৭ শতাংশ কমে গেছে। ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এডুকেশনের এক প্রতিবেদনের বরাতে বিশ্লেষণধর্মী সংবাদমাধ্যম ইউএসনিউজ তাদের এক নিবন্ধে লিখেছে, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কমছে দ্রুত। আন্তর্জাতিক শিক্ষাবিদদের সমিতির ধারণা, এতে প্রায় ১.১ বিলিয়ন ডলার রাজস্ব এবং প্রায় ২৩,০০০ কর্মসংস্থানের সুযোগ হারানোর সমতুল্য।
ইমিগ্রান্ট এক্সপার্টদের ধারণা , প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন বিরোধী অবস্থানের কারনে নেতিবাচক প্রভাব পড়ছে সর্বত্র। মার্কিন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো বিদেশি ছাত্র সংকটে পড়ছে। অর্থনৈতিক চাপের মধ্যে পড়ছে তারা। বিদেশী ছাত্ররা দ্বিগুন টিউশন ফি দিয়ে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। এতে তাদের আয় কমে যাচ্ছে।
