বিচার বিভাগের ওয়েবসাইট থেকে এপস্টেইনের ১৬ ফাইল রাতারাতি উধাও
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১১:৫৮ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার
প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারি সম্পর্কিত ১৬টি ফাইল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইট থেকে রাতারাতি সরিয়ে নেওয়া হয়েছে। এই ফাইলগুলোর মধ্যে ছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি-সহ একটি ফাইল।
প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটিতে এপস্টেইন, মেলানিয়া ট্রাম্প এবং এপস্টেইনের সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েলের সঙ্গে ট্রাম্পকে দেখা গিয়েছিল। এছাড়া একটি ‘কনট্যাক্ট বুক’-এ শুধু ট্রাম্পের নামমাত্র উল্লেখ ছিল।
সিবিসি ও নিউ ইয়র্ক টাইমসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০ হাজার পাতারও বেশি নথিতে বেশ কিছু জায়গায় ট্রাম্পের নাম উল্লেখ করা রয়েছে। একটি স্থানে এপস্টেইন নিজেই বলেছেন, “আমি জানি ডোনাল্ড কতটা নোংরা।”
শুক্রবার (১৯ ডিসেম্বর) ওই ফাইলগুলো জনসাধারণের জন্য ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছিল। কিন্তু প্রকাশের একদিনের মধ্যে আবার তা সরিয়ে নেওয়া হয়। এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত অন্যান্য ফাইলও সরানো হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা ছাড়াই ওই ফাইল ও ছবি সরিয়ে ফেলা হয়।
এদিকে এ ঘটনার পরই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট নেতারা রাতারাতি ট্রাম্পের ছবি সরিয়ে ফেলা নিয়ে প্রশ্ন তোলেন। এক্সে তারা লিখেছেন, “কী ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? মার্কিন জনগণের জন্য স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন।”
গত সপ্তাহে এপস্টেইনের বাড়ি থেকে আরও কিছু ছবি প্রকাশিত হয়, যেখানে কয়েকটি ছবিতে ট্রাম্পকে দেখা গেছে। ডেমোক্র্যাট নেতারা প্রথমে ১৯টি ছবি, পরে আরও প্রায় ৮০টি ছবি প্রকাশ করেন। সব মিলিয়ে প্রায় ১০০টি ছবি জনসাধারণের সামনে আসে।
শুক্রবার সরকারিভাবে ৩৯৬৫টি ফাইল প্রকাশ করা হয়। পরবর্তী দফায় আরও কিছু ফাইল প্রকাশের কথা থাকলেও তার আগেই ১৬টি ফাইল অপ্রকাশিতভাবে সরিয়ে নেওয়া হলো।
