ইঞ্জিনে ত্রুটি, মাঝপথেই ফিরল মার্কিন বিমান
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪২ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার
টোকিওগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় ওয়াশিংটনের ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই খবর নিশ্চিত করেছে।
ইউনাইটেড ফ্লাইট ৮০৩, একটি বোয়িং ৭৭৭-২০০ মডেলের বিমান, ২৭৫ জন যাত্রী এবং ১৫ জন ক্রু সদস্য নিয়ে স্থানীয় সময় দুপুর ১২:৩৫ নাগাদ ডুলস বিমানবন্দর থেকে টোকিওর হানেদা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে।
মার্কিন পরিবহন সচিব শন পি. ডাফি এক্স প্ল্যাটফর্মে এই ঘটনার বিস্তারিত নিশ্চিত করে জানান যে, তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং ইঞ্জিনের একটি কভার আলাদা হয়ে আগুন ধরে যায়। এই ধ্বংসাবশেষ বিমানবন্দরের কাছে জমিতে পড়লে ঝোপঝাড়ে আগুন লেগে যায়।
ফ্লাইটঅ্যাওয়ার ট্র্যাকিং ডেটা অনুযায়ী, পাইলটরা বিমানটিকে প্রায় ৪৫ মিনিট ধরে বিমানবন্দরের চারপাশে চক্কর দেওয়ার পর নিরাপদে ডুলসে ফিরিয়ে আনেন। মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, বিমানটি ফিরতেই বিমানবন্দর ফায়ার ও রেসকিউ দল দ্রুত জেটটি পরীক্ষা করার জন্য সেখানে পৌঁছায়।
পরবর্তীতে ঝোপঝাড়ের আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। যদিও আগুন থেকে ওঠা ধোঁয়া টারমাক জুড়ে দৃশ্যমান ছিল, তবুও অন্যান্য বিমানের আগমন ও প্রস্থান স্বাভাবিক ছিল। এই ঘটনায় যাত্রী বা ক্রু সদস্যদের মধ্যে কেউ আহত হননি।
সূত্র: গালফ নিউজ
