হিরামন্ডি’র উইন্টার ফিস্ট নিউইয়র্কে দর্শক মাতালো
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩২ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার
এবারের শীত মৌসুমের প্রথম মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘হীরা মন্ডি উইন্টার ফিস্ট’ নামক একটি সার্থক এবং সফল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৭ ডিসেম্বর রবিবার বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন এর পরিচালনায় ও প্রধান পৃষ্টপোষক গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্ট উক্ত অনুষ্ঠানটি উডসাইডের কুইন্স প্যালেস এ অনুষ্ঠিত হয়। সাদিয়া খন্দকার ও জেএফএম রাসেল-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান ঘিরে ছিল চমকপ্রদ নাচ, গান ও জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে মন মাতানো ফ্যাশন শো।
