শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৮ ১৪৩২   ২২ জমাদিউস সানি ১৪৪৭

জাতিগত ঐক্য অটুট রাখলে বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হবে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৭ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার

মামদানির ট্র্যানজিশন টিমের সদস্যদের প্রত্যাশা

           

 

 
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়রের ট্রানজিশন টিমের বাংলাদেশি সদস্যরা বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম চ্যালেঞ্জকে পরাজিত করেছে নিউইয়র্কের মুসলিম কমিউনিটি। এরমধ্যে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ছিলো অগ্রগণ্য। মুসলিম এবং বাংলাদেশী ভোটারদের কারণে মামদানি বিপুল ভোটে বিজয়ী হয়েছে।
আমেরিকার সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারি নির্বাচনে জোহরান মামদানির বিজয়ের নেপথ্যে নিউইয়র্ক সিটিতে বসবাসরত বাংলাদেশী আমেরিকানদের ভূমিকাও ছিল অপরিসীম। সকলে ভোট দিয়েছেন বলেই নির্বাচিত মেয়র মামদানির ট্র্যানজিশন টিমে ঠাঁই পেয়েছি আমরা ৯ বাংলাদেশি। আমরা যারা ঠাঁই পেয়েছি তারা আপনাদেরই প্রতিনিধিত্ব করছি। তাই আমাদের এ সম্মানের পুরো কৃতিত্ব প্রতিটি বাংলাদেশীর। দোয়া করবেন যেন মেয়রের সাথে সম্পর্ক রেখে সামনের দিনগুলোতে কম্যুনিটির সার্বিক কল্যাণে নিবেদিত থাকতে পারি। এমন কথাই বলেছেন মেয়র মামদানির ট্র্যাঞ্জিশন টিমের বাংলাদেশী আমেরিকানর । ৭ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সমাবেশে মামদানি টিমের সদস্য আব্দুল আজিজ ভূঁইয়া, আরমান চৌধুরী, শামসুল হক, কাজী ফৌজিয়া, শাহরিয়ার রহমান, তাজিন আজাদ ও
ফারিহা আক্তার বক্তব্য রাখেন।   
তারা বলেন, কম্যুনিটি মিডিয়ার সহযোগিতায় আমরা আজকের এ অবস্থায় আসতে সক্ষম হয়েছি। আশা করছি সহযোগিতার এ দিগন্ত অব্যাহত থাকবে বাংলাদেশীদের আমেরিকান স্বপ্ন পূরণ হবে। জাতিগত ঐক্য অটুট রাখতে পারলে তা সম্ভব। গত নির্বাচনে বাংলাদেশী ভোটারের ৬০% কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। এটা বিস্ময়কর অগ্রযাত্রার প্রতিক। এভাবে আমরা যদি জাতিগত ঐক্য অটুট রাখতে পারি তাহলে সামনের দিনগুলোতে সিটি, স্টেট এবং ফেডারেল পর্যায়েও অনেক জায়গা দখলে সক্ষম হবো।

জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মমিন মজুমদার। মামদানির টিমের সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন  সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, এমসিটিভির সিইও কাজী শামসূল হক, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, টাইম টিভি’র সিইও আবু তাহের, এটিএন যুক্তরাষ্ট্রের পরিচালক ফকরুল আলম, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম,সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক প্রথম আলোর নির্বাহী সম্পাক মনজুরুল হক, সাংবাদিক এবিএম সালেহ উদ্দীন, রিমন ইসলাম, সুলতানা রহমান পুতুল, আকবর হায়দার কিরন, আবিদ রহমান ও নিউইয়র্ক স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর প্রার্থী মেরী জোবায়দা। 
মতবিনিময়ের এক পর্যায়ে আব্দুল আজিজ ভূঁইয়া বলেন,  যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নিজে হোয়াইট হাউসে বসে মেনশন করেছেন বাংলাদেশি কমিউনিটি যেখানে বেশি সেখানেই মামদানি বেশি ভোট পেয়েছে। তার মানে বাংলাদেশি ভোটারদের আলোচনা এখন হোয়াইট হাউজেও হচ্ছে। এর সাথে হোয়াইট হাউজে বাংলাদেশি ভোটারদের বার্তা পৌঁছে গেছে। তিনি আরো বলেন আমরা যোগ্য লোক খুজতেছি সিটি হলে পাঠানোর জন্য। মামদানীর নিকট ব্রকলিন ও কুইন্সে একাধিক কমিউনিটি সেন্টার নির্মাণের দাবি করেছি। 
              

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (সাবেক স্টেট গভর্ণর) এ্যান্ড্রু ক্যুমোকে ধরাশায়ী করে বিশাল ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে নিয়েছেন ৩৩ বছর বয়েসী মামদানি। মামদানি হচ্ছেন নিউইয়র্ক সিটির চার শতাধিক বছরের ইতিহাসে প্রথম মুসলমান মেয়র। নতুন প্রজন্মের ভোটারের ব্যাপক সমর্থন লাভে সক্ষম মামদানি বিজয় পেয়েছেন। ১ জানুয়ারি তিনি শপথ নেবেন মেয়র হিসেবে। শপথ গ্রহণের আগ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে পরামর্শ প্রদান ও ভবিষ্যত কর্মসূচি নিরূপনের জন্যে ৪ শত সদস্যবিশিষ্ট ট্র্যানজিশন টিমে রয়েছেন ৯ বাংলাদেশী আমেরিকান। এর আগে কখনোই মেয়রের ট্র্যানজিশন টিমে কোন বাংলাদেশির অন্তর্ভুক্তি ঘটেনি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন ক্লাবের কোষাধ্যক্ষ রশিদ আহমদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের কর্মকর্তা ইলিয়াস খসরু,মাহাথির খান ফারুকী, মোস্তাফিজুর রহমান, রওশন হক ও ফারুক হোসেন।