শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৮ ১৪৩২   ২২ জমাদিউস সানি ১৪৪৭

নিউইয়র্কে এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি, আইআরএস’র যৌথ টাস্কফোর্স

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার


 
নিউইয়র্কে এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি, আইআরএস যৌথভাবে একটি টাস্কফোর্স গঠন করেছে। ফেডারেল এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে এই অভূতপূর্ব সহযোগিতার লক্ষ্য হল অপরাধিদের ব্যাপারে যাতে দ্রুত ব্যবস্থা নেয়া যায়। টাস্ক ফোর্স, যা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন (এইচএসআই) এবং এফবিআই-এর সহ-নেতৃত্বে, বিদেশী সন্ত্রাসী থেকে শুরু করে নিউইয়র্ক অঞ্চলে সক্রিয় মাদক চক্র পর্যন্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিস্তৃতভাবে অপরাধমূলক ঘটনাকে ঘিরে কাজ শুরু করা হবে। এইএস অ্যাটর্নি জে ক্লেটন ইউএস অ্যাটর্নি ’স অফিস থেকে প্রাপ্ত এক বিবৃতিতে বলেন, অন্যদের মধ্যে সহিংস গ্যাং, মাদক পাচারকারী এবং আন্তর্জাতিক মাদক পাচারকারীদের নির্মূল করার জন্য সংস্থার প্রতিশ্রুতি তুলে ধরে।
এফবিআই-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন চার্জ ক্রিস্টোফার জি রায়ার এক বিবৃতিতে বলেন, টাস্কফোর্সটি সন্ত্রাসবাদী উদ্যোগগুলি ধ্বংস করতে এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষার জন্য যুক্তরাষ্ট্রীয় সংস্থানগুলি কাজে লাগানোর দিকে মনোনিবেশ করবে। নিউইয়র্ক ফিল্ড অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের দায়িত্বে থাকা বিশেষ প্রতিনিধি রিকি জে প্যাটেল তার বিবৃতিতে সমন্বিত তদন্তের মূল্যের ওপর জোর দিয়েছিলেন যা আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই আরও কার্যকরভাবে কাজ করার ইঙ্গিত দিচ্ছে।