জেএমসি’র আগুন নেভাতে ফায়ারের ৮ ইউনিট
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৫ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার
নিউইয়র্কের সুপ্রসিদ্ধ জ্যামাইকা মুসলিম সেন্টার ‘জেএমসি’র মসজিদ আল মামুর-এ আগুন নেভাতে ফায়ার ডিপার্টমেন্টের ৮টি ইউনিট গতকাল বৃহস্পতিবার দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। প্রত্যক্ষ দর্শনার্থী সূত্রে জানা গেছে, জেএমসিতে গত বেশ কিছুদিন ধরেই নির্মাণ কাজ চলছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বেলা ৩:২০ মিনিটের দিকে। মসজিদের উপর থেকে বিদ্যুতের স্ফুলিঙ্গ টাইপের কিছু পেছনে রাখা প্লাস্টিক দ্রব্য ও শুকনো দাহ্য জিনিসের মধ্যে পড়লে তাতে আগুন ধরে যায়। ৮৫-৩৭ ১৬৮ স্ট্রিটের জ্যামাইকা মুসলিম সেন্টারের মুসল্লি সাফাওয়াত খান শাফু ও মেহেদি হাসান জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় মসজিদের পেছনে। ভেতর থেকে কোন কিছু বুঝা যায়নি বা কিছু হয়নি। আরেকজন মুসল্লি ফোনে জানান, তারা কয়েকজন মসজিদের ভেতরে আসরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আগুনের সূত্রপাত। তাতে অনেকে তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হয়ে যান। বাইরে এসে দেখেন কালো ধুয়া এবং নিউইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্টের অগ্নিনির্বাপনের গাড়ীগুলো ছুটে আসছে। এ সময় আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়। এনওয়াইপিডির সদস্যরা সড়কের মুখে অবস্থান নেন। জেএমসিতে আগুন লাগার ঘটনা জানতে আশপাশের প্রতিবেশি মানুষ বাসা থেকে বের হয়ে আসেন।
জেএমসির নবনির্বাচিত সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ারের সাথে যোগাযোগ করলে তিনি ‘আজকাল’কে বলেন, আমি দূরে আছি। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছি মসজিদের পেছনে শুকনো কিছুতে আগুন ধরেছিল। তবে তা মারাত্মক কিছু নয়। মসজিদের দেয়ালের বাইরের ঘটনা। ফায়ার ডিপার্টমেন্টের অনেকেই সেখানে অবস্থান করছেন। সবকিছু ঠিক আছে। এতে কারো কোন ক্ষতি হয়নি।
সূত্রে জানা গেছে, জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)’র নির্মাণ কাজ দ্রুত শেষ করার প্রস্তুতি রয়েছে। কারণ আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পবিত্র রমজান মাস শুরু হবার সম্ভাবনা রয়েছে। এই নির্মাণ সম্পন্ন হলে আরো বেশি সংখ্যক মসুল্লি এখানে এবছর এবাদত-বন্দেগিতে অংশগ্রহণ করতে পারবেন।
