শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৮ ১৪৩২   ২১ জমাদিউস সানি ১৪৪৭

অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৩ এএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করেছেন। এটিকে অভিবাসনের নতুন পথ হিসেবে দেখা হচ্ছে। তবে এর জন্য বড় অংকের অর্থ গুনতে হবে। ১০ লাখ মার্কিন ডলার পরিশোধ করলে ভিসা আবেদন দ্রুত সম্পন্ন করা হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা।

 

এ ছাড়া, কোনো কোম্পানি যদি বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে নিতে চায়, তাহলে ২০ লাখ ডলার দিয়ে স্পনসর করতে পারবে। এ নিয়ে হোয়াইট হাউসে বুধবার এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটি বেশ উত্তেজনার বিষয়। আমরা ট্রাম্প গোল্ড কার্ড চালু করেছি।’

 

এই ভিসা সংক্রান্ত তথ্যের জন্য একটি ওয়েবসাইটও (ট্রাম্পকার্ড ডট জিওভি) চালু করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ডিএইচএস প্রক্রিয়ার জন্য ১৫ হাজার ডলারের ফি এবং ব্যাকগ্রাউন্ড অনুমোদনের পর ১০ লাখ ডলার অনুদান দিলে, ট্রাম্প গোল্ড কার্ডের মাধ্যমে রেকর্ড সময়ে (দ্রুত অর্থে) যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাবেন।

 

আবেদন সংক্রান্ত সব নথি জমা দেওয়ার পর, প্রক্রিয়াটির জন্য কয়েক সপ্তাহ সময় লাগবে। এর মধ্যে থাকবে সাক্ষাৎকার পর্ব। গোল্ড কার্ড ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আবেদনকারীর ধরনের ওপর ভিত্তি করে স্টেট ডিপার্টমেন্টকে অতিরিক্ত ফি দিতে হতে পারে। আবেদনকারীকে ভিসা সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে এবং নির্ধারিত সময়ে অতিরিক্ত নথিও জমা দিতে হবে।

 

ওয়েবসাইটটিতে আরো বলা হয়েছে, সফল আবেদনকারী ইবি-১ বা ইবি-২ ভিসাধারী হিসেবে যুক্তরাষ্ট্রে বৈধ ও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাবেন। এই দুই ধরনের কর্মভিত্তিক ভিসা তাদেরকে দেওয়া হয়, যাদের অসাধারণ বা ব্যতিক্রমী যোগ্যতা আছে।

 

ট্রাম্প প্রশাসন ‘প্লাটিনাম কার্ড’ চালুরও আগাম ঘোষণা দিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘ট্রাম্প প্লাটিনাম কার্ড’ শিগগিরই আসছে। এতে আগ্রহী বিদেশি নাগরিকদের অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধনের আমন্ত্রণ জানানো হয়েছে। ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলার দিলে যোগ্য আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে বছরে সর্বোচ্চ ২৭০ দিন থাকতে পারবেন। এই সময় যুক্তরাষ্ট্রের বাইরে অর্জিত আয়ের ওপর মার্কিন কর আরোপ করা হবে না।