পর্যটকদের সোশ্যাল মিডিয়ার পাঁচ বছরের ইতিহাস দেখা হতে পারে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:২৩ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বিদেশি পর্যটকদের সোশ্যাল মিডিয়ায় পাঁচ বছরের ইতিহাস ঘেঁটে দেখার নির্দেশ দেওয়ার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে প্রস্তাবটি করা হয়েছে। ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং জাপানসহ ৪২টি দেশের পর্যটকদের জন্য এটি প্রযোজ্য হবে- যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন নেই।
বর্তমানে ভ্রমণকারীদের কেবল ইলেকট্রনিক সিস্টেম ফর ট্র্যাভেল অথরাইজেশন (ESTA) নামে পরিচিত একটি ছাড়ের জন্য আবেদন করতে হয়। এর জন্য তাদের কিছু ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয়।
প্রস্তাবিত নতুন নিয়মের অধীনে, সোশ্যাল মিডিয়ার তথ্য সংগ্রহ 'ESTA'-এর আবেদনের একটি বাধ্যতামূলক অংশ হয়ে উঠবে।
বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনের সঙ্গে গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনকারীদের নিজেদেরই প্রদান করতে হবে।
তাদের গত পাঁচ বছরের ফোন নম্বর, গত দশকের ইমেল ঠিকানা, পরিবারের সদস্যদের ব্যক্তিগত বিবরণ এবং বায়োমেট্রিক তথ্যসহ অন্যান্য মূল্যবান তথ্যও জমা দিতে হবে।
এএফপি জানিয়েছে, নতুন এই প্রস্তাবের ওপর মন্তব্য করার জন্য যুক্তরাষ্ট্রের জনসাধারণকে ৬০ দিন সময় দেওয়া হয়েছে।
অভিবাসনের ওপর ব্যাপক কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর বিধিনিষেধ কঠোর করে চলেছে।
মেক্সিকো এবং কানাডার পাশাপাশি দেশটি ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজন করবে। নিশ্চিতভাবে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক ফুটবল ভক্ত তখন যুক্তরাষ্ট্রে যাবে।
