শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২১ ১৪৩২   ১৫ জমাদিউস সানি ১৪৪৭

র‌্যাফেল ড্র’তে ভাগ্যবতী রানো নেওয়াজ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৬ এএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার

 

 
র‌্যাফেল ড্র’তে ভাগ্যবতী আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ। ৩টির মধ্যে ২টি পুরষ্কার জিতে নেন তিনি। গত ২৮ নভেম্বর শুক্রবার উডসাইডস্থ একটি রেষ্টুরেন্টে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের মাসিক সভা ও থ্যাংকসগিভিংস পার্টির র‌্যাফেল ড্র’তে ৫ শত ও ৩ শত ডলারের পুরষ্কার জিতে নেন। লায়ন্সের মাসিক সভায় সভাপতিত্ব করেন সভায় জেএফএম রাসেল। পরিচালনা করেন সাধারন সম্পাদক মশিউর রহমান মজুমদার। মাসিক রিপোর্টের উপর আলোচনায় অংশ নেন লায়ন ডিস্ট্রিক্ট আর২-২০ এর সেকেন্ড ভাইস গর্ভনর শাহ নেওয়াজ, লায়ন্স এটর্নি মঈন চৌধুরী, রকি আলিয়ান, মোহাম্মদ সাইয়িদ, আহসান হাবিব ও মাসুদ রানা তপন। সভায় কোষাধ্যক্ষ মাসুদ রানা তপন সংগঠনের আয় ব্যয়ের হিসেব তুলে ধরেন।