শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২১ ১৪৩২   ১৫ জমাদিউস সানি ১৪৪৭

সিটি বাসে থাকবে টিকেট চেকার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৬ এএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার

১ বছরে ৫৬৮ মিলিয়ন ডলার বাস ভাড়া ফাঁকি

 
 


ভাড়া ফাঁকি বন্ধে নিউইয়র্ক সিটি বাসের ভেতরেই টিকেট চেক করা হবে। এমটিএ এজেন্টদের জড়িত করা হবে। নিশ্চিত করা হবে যে সমস্ত বাস যাত্রীরা ওঠার পরে তাদের ভাড়া পরিশোধ করেছেন কিনা।  এমটিএ চেয়ারম্যান লিবার বলেন, এজেন্টরা গ্রাহকদের কাছে যাবে এবং বলবে, "'আপনি কি আমাকে আপনার ফোন বা আপনার ‘অমনি’ কার্ড দেখাতে পারেন? এতে নিশ্চিত হতে পারি যে আপনি ভাড়া প্রদান করেছেন। উল্লেখ্য গত বছর এমটিএ ৫৬৮ মিলিয়ন ডলার বাস ভাড়া হারিয়েছে।

লিবার ঘোষণা করেছেন যে সংস্থাটি ইউরোপীয়-অনুপ্রাণিত প্রয়োগের একটি মডেল গ্রহণ করছে যাতে পুলিশ নয়, ভাড়া এজেন্টদের জড়িত করা হবে।  নিশ্চিত করা হবে যে সমস্ত বাস যাত্রীরা ওঠার পরে তাদের ভাড়া পরিশোধ করেছেন। এমটিএ বস বলেন, বাসে ভাড়া পরিশোধ কার্যকর করার জন্য পর্যাপ্ত পুলিশ অফিসার দেয়া হয় না। এমতাবস্থায় আমরা নিজেরাই পুরো সাবওয়ে সিস্টেম জুড়ে অফিসার নিয়োগ করছি। যারা এ কাজটি করবেন। 
বাস ভাড়া ফাঁকির সবচেয়ে বড় সমস্যাটি আসে বাসের পিছন দিক থেকে, যেখানে ভাড়া আদায়কারীরা বাস থামানোর সময় এবং সামনের এবং পিছনের দরজা খোলা থাকা অবস্থায় আরোহণ করে।
এমটিএ দাবি করেছে যে সাবওয়েতে ভাড়া ফাঁকি দেওয়ার বিষয়টি আরও বেশি মনোযোগ পাচ্ছে, তবে বাস যাত্রীরা টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে এটি কয়েকশ মিলিয়ন ডলার হারিয়েছে। সিটিজেন বাজেট কমিশনের ওয়াচডগ গ্রুপের সেপ্টেম্বরের এক প্রতিবেদন অনুসারে, গত বছর এটি ৫৬৮ মিলিয়ন ডলার বাস ভাড়া হারিয়েছে। (সূত্র-এএমএনওয়াই)