শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২১ ১৪৩২   ১৫ জমাদিউস সানি ১৪৪৭

এডামস প্রশাসনের ১৮০ কর্মচারির বিদায়

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩০ এএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার

মামদানির প্রশাসনে কাজে আগ্রহী ৭০ হাজার আবেদন

 
 
১ জানুয়ারির আগেই বিদায়ী মেয়র এরিক এডামস প্রশাসনের ১৮০ জন কর্মচারিকে বিদায় নিতে হচ্ছে। ইতোমধ্যেই সম্ভাব্য চাকুরিচ্যুতদের জানিয়ে দেয়া হয়েছে। মেয়র ইলেক্ট জোহরান মামদানির এই সিদ্ধান্তে সিটি হলের কমৃচারিদের মধ্যে নেমে এসেছে হতাশা ও উদ্বেগ। অনেকের চোখে পানি। 
উদ্বোধনের আগে অ্যাডামসের সিটি হল কর্মীদের পদত্যাগের জন্য মামদানির অনুরোধে অশ্রু এবং হতাশা
নিউ ইয়র্ক সিটি মেয়র পদে পরিবর্তনের প্রস্তুতি নেওয়ার সময়, বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের সদস্যরা মেয়র-নির্বাচিত জোহরান মামদানির দল প্রায় ১৮০ জন সিটি হল কর্মীর আসন্ন প্রস্থান কীভাবে পরিচালনা করেছে তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। গত মঙ্গলবার, মামদানির ট্রানজিশন টিম ডেপুটি মেয়রদের জানিয়ে বলেছে, তারা ১৭৯ জন কর্মচারীর তালিকা পাঠাবে যাদের নতুন প্রশাসনে চাকরি থাকবে না। ইতোমধ্যেই ডেপুটি মেয়র ১৭৯ কর্মীদের ১ জানুয়ারি থেকে সিটি হলে কাজের জন্য যেতে  বারন করেছেন। চাকুরিচ্যুত কর্মীদের মধ্যে যোগাযোগ, আন্তঃসরকারি বিষয় এবং ডেপুটি মেয়রদের অফিস সহ সিটি হল অফিসের তরুণ সহকারী এবং ক্যারিয়ার সিভিল সার্ভেন্ট রয়েছে। 
বিদায়ী প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ বিভাগের ডেপুটি মেয়র ফ্যাবিয়েন লেভি এক বিবৃতিতে বলেছেন যে, প্রতিটি নবনির্বাচিত মেয়রের একটি নতুন দল গঠনের অধিকার রয়েছে তবে তিনি দীর্ঘদিন ধরে কোভিড-১৯, আশ্রয়প্রার্থী সংকট এবং অন্যান্য জরুরি অবস্থা পরিচালনায় সহায়তাকারী সরকারি কর্মচারীদের অপসারণের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি এই বরখাস্তকে "নিউ ইয়র্কবাসীদের জন্য একটি বিশাল ক্ষতি" বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে কর্মীদের অব্যাহতি দেওয়া হচ্ছে "রাজনৈতিক খেলাধুলার শিকার হওয়া উচিত নয়।
মামদানির ট্রানজিশন টিম নিউ ইয়র্ক টাইমসকে বলেছে যে মেয়র পদে পরিবর্তনের জন্য এই পদক্ষেপটি "স্ট্যান্ডার্ড প্রাকটিস" কারণ তারা তাদের সিটি হল পরিকল্পনা তৈরির জন্য কাজ করে। "যাতে নতুন কর্মীদের মূল ভূমিকায় অন্তর্ভুক্ত করা হয় যাতে তারা তাদের এজেন্ডা কার্যকরভাবে সম্পন্ন করতে পারে।" নির্বাচিত মেয়রও সাংবাদিকদের সাথে এই পদক্ষেপের পক্ষেও কথা বলেছেন। তিনি বলেছেন, ট্রানজিশন টিম "একটি নগর সরকার গঠন করতে চাইছে যা সাশ্রয়ী মূল্যের এজেন্ডা পূরণ করতে পারে"।
বিদায়ী ডেপুটি মেয়র লেভি বলেছেন, “আমাদের দলে এমন কিছু লোক আছে যারা ডিনকিন্স প্রশাসনের পর থেকে এখানে আছেন... দীর্ঘদিনের সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী। তাদের বাদ দেওয়ায় সিটি হলে এক আবেগময় পরিবেশ তৈরি হয়েছে। অনেকে কান্নায় ভেংগে পড়েছেন।  
বিদায়ী প্রশাসনের ডেপুটি মেয়র ফ্যাবিয়েন লেভি এক বিবৃতিতে বলেছেন যে, প্রতিটি নবনির্বাচিত মেয়রের একটি নতুন দল গঠনের অধিকার রয়েছে তবে তিনি দীর্ঘদিন ধরে কোভিড-১৯, আশ্রয়প্রার্থী সংকট এবং অন্যান্য জরুরি অবস্থা পরিচালনায় সহায়তাকারী সরকারি কর্মচারীদের অপসারণের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি এই বরখাস্তকে "নিউ ইয়র্কবাসীদের জন্য একটি বিশাল ক্ষতি" বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে কর্মীদের অব্যাহতি দেওয়া হচ্ছে "রাজনৈতিক খেলাধুলার শিকার হওয়া উচিত নয়।"
এদিকে মামদানির টিমে কাজ করতে ইতোমধ্যে ৭০ হাজার লোক আবেদন করেছে। এসব আবেদনের ব্যাপারে এখন সিদ্ধান্ত হয় নি। তবে মামদানির ট্রানজিশনাল টিম ১৭টি কমিটিতে ৪০০ জনেরও বেশি লোককে নিয়োগ করেছে। যাতে বিভিন্ন এথনিক কমিউনিটি, প্রফেশনাল ও একটিভিস্টরা স্থান পেয়েছেন।