এনওয়াইপিডিতে লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট হলেন সাজদুর
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৯ পিএম, ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) মর্যাদাপূর্ণ ‘লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট’ পদে পদোন্নতি পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ছাত্র সাজদুর রহমান। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এনওয়াইপিডির পুলিশ কমিশনার জেসিকা টিশ তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউ.এস.এ ইনক’ তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছে।
সেদিন আরও নয়জন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সার্জেন্ট পদে এবং তিনজন সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে উন্নীত হন। অনুষ্ঠানে ‘বাংলাদেশি–আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)’ ও ‘জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্কেে (জীবন)’ সদস্যরা উপস্থিত ছিলেন।
শাবিপ্রবির প্রাক্তন ছাত্র এস. এম. হক জানান, সাজদুর রহমান ১৯৯৪–৯৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন এবং ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দ্বিতীয় ব্যাচে পড়েছেন। ১৯৯৭ সালে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার পর তিনি নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির ওল্ড ওয়েস্টবেরি ক্যাম্পাস থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
২০০৮ সালে তিনি এনওয়াইপিডিতে পুলিশ অফিসার হিসেবে যোগ দেন। ২০১৬ সালে সার্জেন্ট এবং ২০২১ সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হন। পরে তিনি দীর্ঘদিন ক্রিমিনাল জাস্টিস ব্যুরোর প্রশাসনিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার ভিত্তিতে তিনি এবার ‘লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট’ পদে পদোন্নতি পান। তিনি ইক্যুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি (ইইও) শাখায় সুপারভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কমিউনিটি সংগঠন ‘জীবন’ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য।
যশোরের বাঘারপাড়ার দোহাকুলা গ্রামের সন্তান সাজদুর রহমান। তিনি প্রয়াত বদর উদ্দিন বিশ্বাস ও রিজিয়া খাতুনের ছেলে। যশোর বাঘারপাড়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং যশোর কার্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন।
লেফটেন্যান্ট সাজদুর রহমান বলেন, ‘সাফল্যের জন্য একাগ্রতা সবচেয়ে জরুরি। আমার ও আমার পরিবারের জন্য সবার দোয়া চাই।’
