রিয়েল আইডি না থাকলে ৪৫ ডলার যাচাই ফি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০০ পিএম, ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
রিয়েল আইডি না থাকলে একজন বিমান যাত্রীকে ৪৫ ডলার ফি দিতে হবে। আর এই ফি নেওয়া হবে যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) ঘোষণা করেছে, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে বৈধ ও গ্রহণযোগ্য পরিচয়পত্র না দেখিয়ে বিমান ভ্রমণ করতে ইচ্ছুক সব যাত্রীকে ৪৫ ডলার ফি দিয়ে ‘টিএসএ কনফার্মেশন আইডি’ সংগ্রহ করতে হবে। এই সিস্টেম ব্যবহার করে বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্টে যাত্রীর পরিচয় নিশ্চিত করা হবে।
যাত্রীরা ১০ দিনের ভ্রমণ সময়ের জন্য ‘টিএসএ কনফার্মেশন আইডি’ ব্যবহার করতে পারবেন। যাদের রিয়েল আইডি নেই, তাদের দ্রুত মটর ভেহিক্যাল (ডিএমভি) অফিসে গিয়ে পরিচয়পত্র আপডেট করার পরামর্শ দিয়েছে টিএসএ।
বিমানবন্দরে টিএসএ যেসব পরিচয়পত্র বা আইডি গ্রহণ করবে, সেগুলো হচ্ছে- রিয়েল আইডি-সম্মত ড্রাইভিং লাইসেন্স বা স্টেট আইডি, এনহ্যান্সড ড্রাইভার্স লাইসেন্স (ইডিএল) বা এনহ্যান্সড আইডি (ইআইডি), যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও পাসপোর্ট কার্ড, গ্রিনকার্ড, ওয়ার্ক পারমিট, ট্রাস্টেড ট্রাভেলার কার্ড, মার্কিন প্রতিরক্ষা বিভাগের আইডি, বর্ডার ক্রসিং কার্ড, স্বীকৃত ট্রাইবাল নেশনের ইস্যুকৃত গ্রহণযোগ্য ফটো আইডি, বিদেশি পাসপোর্ট, কানাডিয়ান প্রাদেশিক ড্রাইভিং লাইসেন্স, যুক্তরাষ্ট্রের মেরিনার ক্রেডেনশিয়াল, ভেটেরান হেলথ আইডেন্টিফিকেশন কার্ড। অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য নয়।
গ্রহণযোগ্য পরিচয়পত্র ছাড়া সকল যাত্রী, এমনকি নন-রিয়েল আইডি স্টেট আইডি/লাইসেন্সধারীরাও বিমানবন্দরে টিএসএ চেক-ইনের সময় পরিচয় যাচাই প্রক্রিয়ায় পাঠানো হবে। এই প্রক্রিয়া বিমানবন্দরভেদে ভিন্ন হতে পারে, এবং দ্রুততার সঙ্গে অনলাইনে ফি প্রদানের ব্যবস্থা করতে বেসরকারি অংশীদারদের সঙ্গে কাজ করছে টিএসএ।
রিয়েল আইডি আইনটি ২০ বছর আগে পাশ হয়। তবে আগের প্রশাসনগুলো সঠিকভাবে তা বাস্তবায়ন করেনি। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এবং সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের তত্ত্বাবধানে ২০২৫ সালের ৭ মে এই আইন পুরোপুরি কার্যকর হয়।
বর্তমানে ৯৪ শতাংশেরও বেশি যাত্রী ইতোমধ্যেই রিয়েল আইডি বা অন্য গ্রহণযোগ্য পরিচয় ব্যবহার করেন। তবে বৈধ পরিচয় না দেখালে যাত্রীদের অতিরিক্ত অপেক্ষার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে টিএসএ।
টিএসএ-এর উপ-প্রশাসকের দায়িত্ব পালনকারী সিনিয়র কর্মকর্তা অ্যাডাম স্টালহ বলেন, “পরিচয় যাচাই ভ্রমণ নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের আকাশপথ ও রেলসহ অন্যান্য অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকে সন্ত্রাসী, অপরাধী ও বেআইনি অভিবাসীদের হাত থেকে সুরক্ষিত রাখে। অধিকাংশ যাত্রীই রিয়েল আইডি বা পাসপোর্টের মতো গ্রহণযোগ্য পরিচয়পত্র দেখান। তবে পরিচয় নিশ্চিত করা সকল যাত্রীর ক্ষেত্রেই অপরিহার্য। ১ ফেব্রুয়ারি থেকে যারা গ্রহণযোগ্য আইডি ছাড়া বিমানভ্রমণ করতে চাইবেন, তারা ৪৫ ডলার পরিশোধ করে পরিচয় যাচাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই ফি নিশ্চিত করবে যাতে করদাতাদের নয় বরং যাত্রী নিজেই তার অপর্যাপ্ত পরিচয় যাচাইয়ের ব্যয় বহন করেন। আমরা সকল যাত্রীকে রিয়েল আইডি বা অন্য গ্রহণযোগ্য আইডি সংগ্রহের অনুরোধ করছি যাতে দেরি বা ফ্লাইট মিসের ঝুঁকি এড়ানো যায়।”
টিএসএ যাত্রীদের ভ্রমণের আগে অনলাইনে ফি পরিশোধ করার আহ্বান জানায়। বিমানবন্দরে পৌঁছানোর পর যারা ফি পরিশোধ করেননি, তাদের জন্য চেকপয়েন্টের কাছে নির্দিষ্ট স্থানে অর্থপ্রদানের নির্দেশনা পাওয়া যাবে। বিমানবন্দরে পরিচয় যাচাই প্রক্রিয়ায় অংশ নিলে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
