কে এই সমতলী হক
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১০ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
কবি, লেখক, বুদ্বিজীবি ও মানবাধিকার সংগঠক ফরহাদ মাজহারের কন্যা সমতলী হক নিউইয়র্কের নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের সদস্য নির্বাচিত হলেন। সমতলী সিটি ইউনিভিারসিটি অব নিউইয়র্কের অধ্যাপনা করেন। মানবাধিকার কর্মি। অধ্যাপনা শুরুর আগে লেবার এটর্ণি হিসেবে কাজ করেছেন। মামদানির মেয়র প্রার্থীতা ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনী প্রচারনায় ছিলেন। মামদানির সাথে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক ।
ফরহাদ মাজহারের প্রথম পক্ষের স্ত্রীর ঘরে সমতলীর জন্ম। বাংলাদেশ সরকারের উপদেষ্টা ফরিদা আখতার ফরহাদ মাজহারের দ্বিতীয় স্ত্রী। সমতলী হক বিবাহিত। স্বামী পর্তুরিকান। তারা নিউইয়র্কে বসবাস করেন । তাদের ঘরে ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। উল্লেখ্য মামদানির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের ট্রানজিশানল টিমে আরও ৮ বাংলাদেশি রয়েছেন। তাদের এই নিয়োগে বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। বাংলাদেশিরা মামদানির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। আগামী ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শহরের মেয়র হিসেবে শপথ নিবেন মুসলিম জোহরান মামদানি। লন্ডনে মুসলিম মেয়র নির্বাচিত হবার পর এবার মেয়র হিসেবে বিশ্বের বানিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কের মেয়র হচ্ছেন একজন মুসলামন ও ডেমোক্র্যাঅটক সোশালিস্ট।
প্রবাসের কবি ও সাহিত্যিক কাজি জহুরুল ইসলাম ট্রানজিশন টিমের সদস্য হওয়ায় সমতলী হক ও কাজি ফৌজিয়াকে অভিনন্দন জানিয়েছেন।
