শনিবার   ২৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৪ ১৪৩২   ০৮ জমাদিউস সানি ১৪৪৭

কমিউনিটিতে উচ্ছ্বাস ও আনন্দ মামদানির কমিটিতে ১২ বাংলাদেশি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৮ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার


 
 
 
নিউইয়র্ক সিটির নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য হলেন ১২ বাংলাদেশি আমেরিকান। আগামী ১ জানুয়ারি মামদানি  যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শহর ও বিশ্বের বানিজ্যিক রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহন করবেন। গত ৪ নভেম্বর ৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। ইতিহাসের পাদপিঠে গৌরবোজ্জ্বল রেকর্ড সৃষ্টি করে প্রথমবারের মতো কোন মুসলিম মেয়র সিটির দায়িত্ব গ্রহন করবেন। মেয়র হিসেবে তার ট্রানজিশনকালীন সময়ে অর্থাৎ অভিষেক কমিটিতে  ১২ জন বাংলাদেশি স্থান পেয়েছেন। তাদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। বাকী তিনজন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের (কিউনি) তিনজন শিক্ষক রয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ৯ জনের তালিকায় রয়েছেন  নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, আসালের সাধারন সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, ফারিরা আক্তার, আরমান চৌধুরী সিপিএ , শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামতলী হক। উল্লেখ্য, এবারের মেয়র নির্বাচনে নিউইয়র্কে বসবাসরাত শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলমান মামদানিকে ভোট দিয়েছেন। তার জন্য কাজ করেছেন। ১২ জন বাংলাদেশিকে তার অভিষেক টিমে স্থান দিয়ে কৃতজ্ঞতাই প্রকাশ করেছেন তিনি। অতীতে বাংলাদেশিদেও এমন একটি সন্মানজনক কমিটিতে স্থান পাওয়া ছিল দুরুহ ব্যাপার।   নিউইয়র্কের রাজনীতিতে বাংলাদেশিদের কাজের গৌরবজনক ফলাফল পাওয়া গেছে। মার্কিন রাজনীতিতে বাংলাদেশিরা কমিউনিটি হিসেবে এবারই এমন বিরল স্বীকৃতি প্রথমবারের মতো পেয়েছেন।
 অভিষেক কমিটির ৪০০ জনের অধিক নামের তালিকায় অন্য কোনও বাংলাদেশি থাকলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের চিহ্নিত করা যায়নি। বাংলাদেশিরা নিজ নিজ যোগ্যতায় ট্রানজিশন টিমের গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে স্থান পেয়েছেন বলেই দেখা গেছে। 
৪০০ জনের তালিকা ধরে বাংলাদেশি ও দক্ষিণ এশীয়দের নাম চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এরমধ্যে ১২ জন বাংলাদেশি, ১১ জন পাকিস্তানি এবং ১৬ জন ভারতীয়কে চিহ্নিত করা গেছে। ভারতীয় এবং পাকিস্তানিদের মধ্যে রয়েছেন ১০ জন পাঞ্জাবি, ৪ জন ইন্ডো-কারিবিয়ান ছাড়াও ইমরান পাশা নামের একজন রয়েছেন।