নির্বাচিত হলে হোমকেয়ারের মনোপলি ব্যবসা বন্ধ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৪ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
গভর্নর পদপ্রার্থী আন্তোনিও ডেলগাডো’র ঘোষণা
নিউইয়র্ক স্টেট গভর্নর পদে ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনে প্রার্থী অ্যান্তোনিও ডেলগাডোর সমর্থনে ২৫ নভেম্বর মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে বাংলাদেশিদের উদ্যোগে ফান্ডরেইজিং অনুষ্ঠিত হয়েছে। এক প্রশ্নের জবাবে অ্যান্তেনিও ডেলগাডো বলেন, তিনি নির্বাচিত হলে হোম কেয়ার ব্যবসায় পিপিএল এর মনোপলি ব্যবসা বন্ধে উদ্যোগ নেবেন। কিভাবে পিপিএল এককভাবে এ সুবিধা পেয়েছে তা খতিয়ে দেখা হবে। কমিউনিটির ক্ষুদ্র ও মাঝারি হোম কেয়ার ব্যবসায়ীদের সম্পৃক্ত করে পরিকল্পনা হাতে নেব।
‘সাউথ এশিয়ান ফর ডেলগাডো’ ব্যানারে এ অনুষ্ঠানে অ্যান্তেনিও ডেলগাডো প্রত্যাশা করেন, জোহরান মামদানিকে যেভাবে বাংলাদেশি কমিউনিটি সমর্থন জনিয়েছেন, তাকেও তেমনি বাংলাদেশি কমিউনিটি সমর্থন দিবেন। পাশে থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি পাকিস্তান ও ইন্ডিয়ান কমিউনিটির ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
ফান্ডরেইজিং অনুষ্ঠান আয়োজনে আরো ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ এন. মজুমদার, মো. মহিউদ্দিন দেওয়ান, ,কাজী আজম ফিরোজ আহমেদ, ফারাহ হুসেন, শাহরিয়ার রহমান, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, কাজী আজম, আহসান হাবিব, আব্দুস শহিদ, শাহ শহীদুল হক, আরশাদ হোসেন, তৌকির হক, রাব্বি সৈয়দ ও আব্দুস সোবহান প্রমুখ।
