আফগান অভিবাসন কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থগিত ঘোষণা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩১ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
আফগান ‘অভিবাসন কার্যক্রম’ অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র প্রশাসন স্থগিত ঘোষণা করেছে। হোয়াইট হাউসের কাছে এক ‘আফগান বন্দুকধারীর’ গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হওয়ার পর সরকার এ সিদ্ধান্ত নেয়। বন্দুকধারী রাহমানুল্লাহ (২৯) আহত অবস্থায় আটক রয়েছে। প্রসিকিউটররা হামলাকারীর মৃত্যুদণ্ডের জন্য আদালতে আবেদন জানাতে পারেন। এদিকে গত বুধবার রাতে ইউএসসিআইএস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগান নাগরিকদের সব আবেদন বন্ধ থাকবে।
ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেন এবং জো বাইডেনের মেয়াদে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা আফগানদের বিষয়ে নতুন করে পর্যালোচনা করার নির্দেশ দেন। পাকিস্তানে অবস্থানরত হাজার হাজার আফগান যাদের মধ্যে অনেকে পুনর্বাসনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন এই ঘোষণার পর তাদের শেষ নিরাপদ পথটিও বন্ধ হয়ে গেল। মানবাধিকার সংস্থাগুলো বলছে, তালেবান শাসনে সাবেক সরকারি কর্মচারী, সাংবাদিক, সেনা সদস্য এবং পশ্চিমা শক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আটক, গুম বা মৃত্যুদণ্ডের ঝুঁকি রয়েছে। অন্যদিকে নারীরা কাজ, চলাফেরা ও শিক্ষায় কঠোর বিধিনিষেধের মুখোমুখি হচ্ছেন।
একজন আবেদনকারী কাবুলের ৪০ বছর বয়সী সাবেক এক সরকারি কর্মকর্তা, যিনি নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে চাননি, তিনি সিদ্ধান্ত স্থগিত হওয়ায় তার পরিবারের ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত হয়ে গেছে বলে জানান। আফগানিস্তানে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার পরিবারকে ধ্বংসের ঝুঁকিতে ফেলতে পারি না।
যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের সময় হাজারো আফগান মার্কিন সেনা ও সহায়তা সংস্থাগুলোর হয়ে দোভাষী এবং স্থানীয় কর্মী হিসেবে কাজ করতো। ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’ ঘোষণা করে। যারা মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করায় ঝুঁকির মুখে ছিল তাদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য।
হোয়াইট হাউসের কাছে হামলার সন্দেহভাজন রাহমানুল্লাহ লাখানওয়াল (২৯), ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং এ বছর শুরুর দিকে আশ্রয় পান। তিনি আফগান সেনাবাহিনীতে কাজ করেছেন এবং তার বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড ছিল না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ২০২১ সালের পর থেকে শরণার্থী ও বিশেষ ভিসা কর্মসূচির মাধ্যমে প্রায় ২ লাখ আফগান যুক্তরাষ্ট্রে এসেছে এবং সবারই নিরাপত্তা যাচাই সম্পন্ন হয়েছে। আরও ২ লাখ ৬৫ হাজার আফগান এখনো বিদেশে প্রক্রিয়ার অপেক্ষায় আছেন। এর মধ্যে প্রায় ১ লাখ ৮০ হাজার বিশেষ অভিবাসী ভিসার আওতায় যারা যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ করেছিলেন।
