শনিবার   ২৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৪ ১৪৩২   ০৮ জমাদিউস সানি ১৪৪৭

বাইডেন যুগের আশ্রয়প্রার্থীরা তদন্তের মুখে!

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৩ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার


 
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের সময় অনুমোদিত সকল আশ্রয়প্রার্থীদের (এসাইলাম রিফিউজি) নিয়ে ব্যাপকভাবে তদন্ত এবং সাক্ষাৎকার গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। বাইডেন সরকারের সময় সঠিকভাবে শরণার্থীদের বাছাই করা হয়নি বলে বর্তমান প্রশাসন মনে করছে।  নতুন নির্দেশনায় ২০২১ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব শরণার্থীর এবং গ্রিণ কার্ডধারীদের পুনরায় ব্যাপকভাবে যাচাই বাছাই করা হবে। বর্তমান প্রশাসন থেকে দাবি করা হয়, বাইডেন প্রশাসন শরণার্থী যাচাইয়ে ‘গুণগত সাক্ষাৎকার ও কঠোর নিরাপত্তা পরীক্ষার চেয়ে দ্রুততার সাথে সংখ্যা বাড়ানোকে অগ্রাধিকার দিয়েছিল।’
পুন:মূল্যায়ন পরীক্ষায় যাদের মধ্যে কোন অসামঞ্জস্য পাওয়া যাবে, তাদের আর আপিল করার কোনো সুযোগ থাকবে না। মূল আবেদনকারীকে শরণার্থী মর্যাদা থেকে বঞ্চিত করা হলে তার স্ত্রী/স্বামী, সন্তান এবং অন্য নির্ভরশীল সদস্যদের অবস্থানও বাতিল হবে বলে জানানো হয়েছে।
এমন নির্দেশনার কারণে গত চার বছরে যুক্তরাষ্ট্রে বৈধভাবে শরণার্থী হিসেবে আবেদন করা দুই লাখের বেশি অভিবাসির অবস্থান প্রভাবিত হতে পারে। শরণার্থী মর্যাদা পাওয়ার জন্য আবেদনকারীদের একাধিক দফা জটিল যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। যা সাধারণত বহু বছর ধরে চলে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের সহকারী সচিব ত্রিশা ম্যাকলাফলিন বলেন, বাইডেন আমলে সন্ত্রাস ও গ্যাং-প্রবণ দেশগুলো থেকে দ্রুতগতিতে শরণার্থী আনা হয়েছিল এবং সংখ্যাকে অগ্রাধিকার দেওয়ায় কঠোর আইনি যাচাই ব্যাহত হয়েছে। তার দাবি, এই পদক্ষেপ অভিবাসন ব্যবস্থার সততা নষ্ট করেছে। ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে।