নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক ৫ জানুয়ারি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৫৪ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা গত ১৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচলানা করেন কোষাধ্যক্ষ রশীদ আহমদ। সভায় কার্যকরী পরিষদের ১০জন কর্মকর্তার উপস্থিতিতে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর, নির্বাচন কমিশন ও নতুন কমিটিকে অভিনন্দনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ৫ জানুয়ারি ২০২৬ ক্লাবের অভিষেক উপলক্ষ্যে ক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খানকে চেয়ারম্যান, কার্যকরী কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলামকে কনভেনর এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরুকে সদস্য সচিব করে অভিষেক উদযাপন কমিটি ২০২৬ গঠন করা হয়। কুইন্সের উডসাইডস্থ কুইন্স প্যালেসে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যেএকটি স্মারক প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই স্মারক উপ-কমিটির সম্পাদক হিসেবে থাকছেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথির খান ফারুকী। সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ রশীদ আহমদ ও রওশন হক। এছাড়াও সংগঠনের অফিস, ওয়েবসাইট, হোয়াটসপ গ্রুপ পরিচালনা করার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবিদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথীর খান ফারুকী, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য রওশন হক, ফারুক হোসেন ও শাহ আহমদ।
