শার্লটে ট্রাম্পের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান, জনমনে আতঙ্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৭ এএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লট শহরে অবৈধ অভিবাসীদের ধরতে বড় অভিযান শুরু করেছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ। শনিবার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, অপারেশন শার্লট’স ওয়েব নামের এ অভিযানে অপরাধ কাজে জড়িত থাকা বেআইনি অভিবাসীদের ধরা হবে।
ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরটিতে হঠাৎ বড় আকারের ফেডারেল তৎপরতা শুরু হওয়ায় স্থানীয় প্রশাসন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। শার্লটের মেয়র লি ভাইলেসসহ বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তা যৌথ বিবৃতিতে বলেন, এই অভিযান শহরে অপ্রয়োজনীয় আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করছে।
দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় শহরে অভিবাসন দমন অভিযান জোরালো করেছে। এর আগে ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতে সেনা ও বিশেষায়িত এজেন্ট মোতায়েন করা হয়েছে।
ডিএইচএসের ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেছেন, আমরা শার্লটে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী পাঠাচ্ছি যাতে আমেরিকানরা নিরাপদ থাকে এবং জননিরাপত্তার হুমকি দূর করা যায়। অভ্যন্তরীণ নথি অনুযায়ী, এই অভিযানে সাঁজোয়া যান ও বিশেষ অপারেশন টিমও অংশ নিতে পারে।
এদিকে দ্য শার্লট অবজারভার জানায়, শহরের পূর্বাঞ্চলে একটি গির্জায় কাজ করার সময় হঠাৎ এজেন্ট দেখে কয়েকজন মানুষ আতঙ্কে নিকটবর্তী জঙ্গলে পালিয়ে যায়। এসময় একজনকে আটক করা হয়েছে বলে গির্জার পাদ্রি নিশ্চিত করেন।
ডিএইচএস দাবি করছে, উত্তর ক্যারোলিনা প্রায় ১৪শ' আইসিই আটকাদেশ মানেনি, যার অর্থ, সেসব ব্যক্তি স্থানীয় নীতি অনুযায়ী মুক্তি পেয়েছেন। যদিও শার্লট অভিবাসন অন্তর্ভুক্তিকে উৎসাহিত করা এমন শহরের মধ্যে অন্যতম।
ডিএইচএস বলছে, যখন স্থানীয় রাজনীতিকরা ব্যবস্থা নিতে ব্যর্থ, প্রেসিডেন্ট ট্রাম্প ও সেক্রেটারি নোম আমেরিকানদের সুরক্ষার দায়িত্ব নেবেন।
শার্লট যুক্তরাষ্ট্রের অন্যতম বৈচিত্র্যময় শহর; এখানে প্রায় ১৭% বাসিন্দা দেশের বাইরে জন্মগ্রহণ করেছেন। অভিযানের কতদিন চলবে, সে বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি ডিএইচএস। শিকাগোতে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযান এখনও চলমান।
সূত্র: বিবিসি
