বেশ কিছু খাদ্যপণ্যে ট্রাম্পের শুল্ক প্রত্যাহার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৪৮ এএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার
বেশ কিছু খাদ্যপণ্য থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক প্রত্যাহার করছেন। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন তিনি। এসব পণ্যের মধ্যে রয়েছে- কফি, কলা, গরুর মাংসসহ আরও কিছু পণ্য। বিবিসির খবরে বলা হয়েছে, পণ্যমূল্য বৃদ্ধির কারণে ট্রাম্প প্রশাসন চাপের মুখে পড়েছে- এ কারণে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্পের রিপাবলিকান দল কয়েকটি নির্বাচনে হতাশাজনক ফল পেয়েছে। এরপরই ট্রাম্প জনমন তুষ্ট করতে শুল্ক প্রত্যাহারের কৌশল নিলেন।
খবরে বলা হয়েছে, মুদি দোকানি উচ্চমূল্য, গরু মাংসের ঊর্ধ্বমুখী দাম ট্রাম্পের জন্য রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাটে পণ্যের দাম কমাতে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প।
গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে উৎপাদিত নয়- এমন পণ্যের ওপর প্রভাব পড়বে, ‘তাই আমাদের শিল্প বা খাদ্যপণ্যের কোনো সুরক্ষা নেই’।
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক ছাড় ১৩ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ববর্তীভাবে কার্যকর হয়েছে।
হোয়াইট হাউস একটি তালিকা প্রকাশ করেছে, যাতে ১০০টিরও বেশি পণ্যের তালিকা রয়েছে, যা আর শুল্ক আরোপ করা হবে না।
