সরকার সচল হলেও কাটেনি অ্যামেরিকার অর্থনীতির কুয়াশা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২১ এএম, ১৬ নভেম্বর ২০২৫ রোববার
সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার এ অচলাবস্থা নিরসন হলেও দেশের অর্থনীতিতে চাদর হয়ে থাকা কুয়াশা এখনও কাটেনি বলে মনে করছেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট।
কংগ্রেসে পাস হওয়া ব্যয় বিলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সইয়ের মধ্য দিয়ে অ্যামেরিকা সরকারে ৪৩ দিন ধরে চলা শাটডাউনের অবসান হয়েছে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার এ অচলাবস্থা নিরসন হলেও দেশের অর্থনীতিতে চাদর হয়ে থাকা কুয়াশা এখনও কাটেনি বলে মনে করছেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট।
রয়টার্সে লেখা একটি কলামে প্রায় তিন দশক ধরে আর্থিক খাতে সাংবাদিকতা করা জেমি ম্যাকগিভার বলেন, অ্যামেরিকার ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের শেষ দৃশ্যমান হওয়ার অর্থ হলো অর্থনীতি নিয়ে আনুষ্ঠানিক ডেটাগুলোর শিগগিরই সামনে আসা। বিদ্যমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পাশাপাশি ফেডারেল রিজার্ভ স্বস্তির নিশ্বাস নিতে পারলেও শিগগিরই তাদের যে সতর্কবার্তা পাওয়া উচিত, তা স্বস্তিদায়ক নাও হতে পারে।
এ সাংবাদিক লিখেন, শাটডাউনে বিলম্বিত কিছু ডেটা খুব শিগগিরই ধীরগতিতে প্রকাশ শুরু হওয়া উচিত। মর্গান স্ট্যানলির অর্থনীতিবিদদের ধারণা, শাটডাউন শেষ হওয়ার কয়েক দিন পর প্রকাশ হতে পারে কৃষি-বহির্ভূত খাতের বেতনভুক্ত কর্মীদের নিয়ে প্রতিবেদন। এরই মধ্যে এ সংক্রান্ত ডেটা সংগ্রহ করা হয়েছে।
কলামে উল্লেখ করা হয়, নিউ সেঞ্চুরি অ্যাডভাইজার্স নামের প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদ ক্লদিয়া সাহমের মতে, ১৯৪৮ সালের পর প্রথমবারের মতো অক্টোবরে পারিবারিক জরিপ—যার মাধ্যমে বেকারত্বের হার হিসাব করা হয়—পরিচালনা করা হয়নি।
কলামিস্ট লিখেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য নিয়ে যে জরিপ পরিচালনা করা হয়, সেগুলোর মতো পারিবারিক জরিপগুলোতে আগের মাসের তথ্য নেওয়া হয় না। ডেটার এ শূন্যতা ডিসেম্বরে অ্যামেরিকার কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে পারে।
তার মতে, এটি নিশ্চিত করেই বলা যায় যে, ফেডারেল রিজার্ভ কর্মসংস্থানের যে ডেটা পেতে চলেছে, এটি স্বস্তিদায়ক হচ্ছে না। বেসরকারি খাত ও সরকারি সূত্র থেকে পাওয়া সীমিত ডেটার বরাতে গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদরা ধারণা করছেন, অক্টোবরে কৃষি-বহির্ভূত খাতে বেতনভোগী কমেছে ৫০ হাজার। কর্মীর সংখ্যা কমার এ হার বিগত পাঁচ বছরে সর্বোচ্চ।
