শনিবার   ১৫ নভেম্বর ২০২৫   কার্তিক ৩০ ১৪৩২   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘আসো’র দশ বছর পূর্তিতে আলোচনা সভা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৯ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার


 
অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন সংক্ষেপে ‘আসো’র ১০ বছর পূর্তিতে গত ৭ নভেম্বর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নিউ ইয়র্ক সিটির  একটি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে তারা কাজ করছে। নির্বাহী পরিচালক এর  নাম রুবাইয়া রহমান বলেন,  ২০১৫ সাল থেকে কমিউনিটিতে বহুবিধ সেবা দিয়ে আসছে।  বিনা মূল্যে  বিভিন্ন্  সুযোগ সুবিধার মধ্যে স্বাস্থ্য , শিক্ষা , চাকুরী , খাবার সরবরাহ ,  যাতায়াত ব্যবস্থা ও আবাসন ব্যবস্থার আয়োজন করা হয়। নগরীর নাগরিকদের জন্য ফ্রি অথবা তুলনামূলকভাবে কম খরচে বিদ্যমান রয়েছে সে সম্পর্কে ধারণা দেয়া এবং সচেতনতা প্রদানসহ কিভাবে সেগুলি নিজেদের জীবনে কাজে আসে তা আলোচনার মাধম্যে বিস্তারিত তুলে ধরা। আর এ জন্য এদিনের সভায় সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট এ কর্মরত বিশেজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়।  এদের মধ্যে উপস্থিত ছিলেন সিটির হাউজিং ডিপার্টমেন্ট এ কর্মরত সৈয়দ মিজানুর রহমান , ফুড ডিপার্টমেন্ট এর আনোয়ার হক ও আব্দুল তারেক সিদ্দিকী ও মিস্টার সালটারসহ অন্যান্য বিশেষজ্ঞবৃন্দ। স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সিটি প্রদত্ত সকল  সুযোগ সুবিধার প্রক্রিয়া ও নিজেদের ক্ষেত্রে তা কি করে পাওয়া যায় তার স্পষ্ট বিবরণ তুলে ধরেন। আসো'র পরিচালক রুবাইয়া রহমান বলেন, তার প্রতিষ্ঠান উল্লেখিত সুযোগ সুবিধাগুলি পেতে সর্বাত্মক সহযোগিতা করাসহ পরামর্শ দিয়ে আসছে।  এছাড়াও যে সকল পরিবারে অটিজম (প্রতিবন্দি) ছেলে মেয়ে রয়েছে কিন্তু লজ্জা অথবা সংকোচের কারণে সিটি প্রদত্ত সুবিধাগুলি থেকে বঞ্চিত হচ্ছেন তাদের বিষয়ে বিশেষভাবে সেবা দেয়া হয় সুতরাং তিনি বাংলাদেশী কমুনিটির যারা উল্লেখিত যে কোনো সুযোগ সুবিধা নিতে আগ্রহী তাদেরকে পার্সন ব্লুবার্ড এর ১৬০-০১ এই ঠিকানায় তাদের অফিসে এসে যোগাযোগ করতে অনুরোধ জানান। এদিনের সেমিনারে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবিণ অভিনেতা আহমেদ শরীফ, মেহেরুন আহমেদ , সিপিএ সারওয়ার চৌধুরী, মনজুর কাদের, আহনাফ আলমসহ আরো অনেকে। শামীম আল আমিন-এর সঞ্চালনায় ‘আসো’র শুরু থেকে বর্তমান পর্যন্ত জনকল্যানমূলক কাজের বিবরণ ভিডিও প্রদর্শণীর মাধ্যমে উপস্থাপন করা হয়।